সাফ চ্যাম্পিয়নশিপে দুরন্ত বাংলাদেশ, ভুটানকে ৩ গোলে হারিয়ে টানা চতুর্থ জয়

সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলাদেশ নারী দল। আজ বৃহস্পতিবার নিজেদের চতুর্থ ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। বৃষ্টির কারণে মাঠ অনুপযুক্ত থাকায় ম্যাচটি আয়োজন করা হয় রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনার প্র্যাকটিস গ্রাউন্ডে। খবর বার্ত২৪ডটকম

এই জয়ে বাংলাদেশ ১২ পয়েন্ট নিয়ে রাউন্ড রবিন লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে নেপাল। দুই দলই যদি নিজেদের পরবর্তী ম্যাচ জিতে নেয়, তবে ২১ জুলাইয়ের বাংলাদেশ-নেপাল ম্যাচটি রূপ নিতে পারে টুর্নামেন্টের অলিখিত ফাইনালে।

ম্যাচের প্রথমার্ধে আধিপত্য বিস্তার করেও বাংলাদেশ একমাত্র গোলের দেখা পায় ৩৩তম মিনিটে। ভুটানের এক ডিফেন্ডার বক্সের মুখে বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে তা নিয়ন্ত্রণে নেন তৃষ্ণা রানী। এরপর ড্রিবল করে প্রতিপক্ষকে কাটিয়ে নিখুঁত শটে এগিয়ে দেন দলকে।

দ্বিতীয়ার্ধে ভুটান সমতা ফেরাতে মরিয়া হয়ে উঠে। বাংলাদেশ একটি পেনাল্টি পেয়েও তা কাজে লাগাতে পারেনি। তবে এর কিছুক্ষণ পরই ব্যবধান বাড়ান তৃষ্ণা। ৬৫তম মিনিটে ভুটানের গোলরক্ষকের ভুল থেকে বল পেয়ে যান তিনি এবং নিখুঁত ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন।

৭৪তম মিনিটে জয় নিশ্চিত করেন মুনকি আক্তার। স্বপ্না রানীর দুরপাল্লার শট ভুটান গোলরক্ষকের হাত ছুঁয়ে ক্রসবারে লেগে জালে ঢুকে যায়, ফলে ৩-০ ব্যবধানে ম্যাচ শেষ করে বাংলাদেশ।

এই নিয়ে দুইবার ভুটানকে হারাল বাংলাদেশ। গত ম্যাচে ভুটানকে ৪-১ গোলে হারিয়েছিল তারা। ওই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন শান্তি মারডি। বৈরী আবহাওয়ার কারণে সেই ম্যাচের প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধ অনুষ্ঠিত হয়েছিল দুই ভিন্ন মাঠে।

টুর্নামেন্টের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কাকে ৯-১ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। আগামী শনিবার তারা ফের মুখোমুখি হবে শ্রীলঙ্কার। অন্যদিকে আজকের আরেক ম্যাচে শ্রীলঙ্কাকে ৭-০ গোলে হারিয়ে নিজেদের অবস্থান শক্ত করেছে নেপাল।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

five × 5 =