বড় জয়ে দক্ষিণ আফ্রিকা সফর শুরু করেছে বাংলাদেশের যুবারা

ব্যাটার-বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে বড় জয় দিয়ে দক্ষিণ আফ্রিকা সফর শুরু করেছে  বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট  দল। খবর বাসস।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বৃহস্পতিবার রাতে  বাংলাদেশ ১৩০ রানের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশের যুবারা।

বেনোনির উইলোমুর পার্কে প্রথম ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে তিন ব্যাটারের হাফ-সেঞ্চুরিতে ৫০ ওভারে ৬ উইকেটে ২৮৫ রান করে বাংলাদেশ। ওপেনার জাওয়াদ আবরার ৯টি চার ও ২টি ছক্কায় ৬১ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৭০ রান করেন।

এছাড়া মিডল অর্ডারে ৬৩ রান করে করেন রিজান হোসেন ও এমডি আব্দুল্লাহ। রিজান ৫৫ বল খেলে ৫ চার ও ৩ ছক্কায় ৬৩ এবং আব্দুল্লাহ ৭ বাউন্ডারিতে ৭৬ বলে ৬৩ রান করেন। দক্ষিণ আফ্রিকার পেসার জেজে বাসন ৪ উইকেট নেন।

রান তাড়া করতে নেমে বাংলাদেশ বোলারদের তোপে পড়ে ৭০ রানেই ৫ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এতে ১শর নিচে গুটিয়ে যাবার শঙ্কায় পড়ে প্রোটিয়ারা।

কিন্তু অধিনায়ক মুহাম্মদ বুলবুলিয়ার দৃঢ়তায় দেড়শ’ পার করে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ৪ চার ও ৩টি ছক্কায় ৭৯ বলে ৭২ রান করেন বুলবুলিয়া। বাংলাদেশ পেসার ইকবাল হোসেন ইমন ২৬ রানে এবং স্বাধীন ইসলাম ২৯ রানে ৩টি করে উইকেট নেন।

আগামীকাল  দ্বিতীয় এবং ২২ জুলাই সিরিজের তৃতীয় ওয়ানডে খেলবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

16 − fourteen =