সিরিজ জয়ের শক্তিশালী অবস্থানে ইংল্যান্ড

টেন্ডুলকার-অ্যান্ডার্সন  টেস্ট সিরিজ

ম্যানচেস্টার ওল্ড ট্রাফোর্ডে টেন্ডুলকার -আন্ডার্সন ৫ ম্যাচ টেস্ট সিরিজের চতুর্থ টেস্টের তৃতীয় দিনশেসে প্রথম ইনিংসে ১৮৬ রানে এগিয়ে থাকা ইংল্যান্ড এখন টেস্ট এবং সিরিজ জয়ের শক্তিশালী অবস্থানে। ভারতের প্রথম ইনিংস শেষ হয়েছিল ৩৫৮ রানে। ইংল্যান্ড তৃতীয় দিন শেষ করেছে ৭ উইকেট হারিয়ে ৫৪৪ রানে। প্রাকৃতিক কারণে খেলার বিঘ্ন না ঘটলে ক্ষয়িষ্ণু উইকেটে টেস্ট পরাজয় এড়ানো হয়ত সম্ভব হবে না ভারতের। ইংল্যান্ড এগিয়ে যাবে ৩-১ ব্যাবধানে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে সেটি হবে ইংল্যান্ডের জন্য শুভ সূচনা।

ইংল্যান্ড ইনিংসের উজ্জ্বলতম দিক হলো বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান জো রুটের অনবদ্দ ১৫০ রান. পাশাপাশি বেন ডাকেট ৯৪, জ্যাক ক্রলি ৮৪ এবং অধিনায়ক বেন স্টোকসের অপরাজিত ৭৭ রান. তিন উইকেট হাতে নিয়ে ইংল্যান্ড এগিয়ে আছে ১৮৬ রানে। উইকেট কিন্তু ধীরে ধীরে বোলিং সহায়ক হয়ে উঠছে।ইংল্যান্ড  ২৪০-২৫০ লিড নিলে  ভারতের পক্ষে ইনিংস ব্যাবধানে পরাজয় এড়ানোই হয়তো দুরূহ হয়ে পড়বে।

ভারত ইনিংসে অনেকেই উইকেটে স্থিতু হলেও কেউ ইনিংসটা খুব বড় করতে না পারায় ব্যাটিং সহায়ক সময়েও ৩৫৮র বেশি করতে পারে নি. সাই সুদর্শন ৬১, যশবি জয়সোয়াল ৫৮ ,ঋষভ পান্ট ৫৪, কে এল রাহুল ৪৬, শার্দুল ঠাকুর ৪১ রান করলেও ভারত ইনিংসে কোন শত রান ছিল না. সিরিজের শুরুতে উজ্জ্বল থাকা অধিনায়ক শুভমান গিল করেন মাত্র ১২ রান. ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস ৭২ রানে ৫ উইকেট তুলে নিয়ে প্রমান রাখে তার চির পরিচিত চৌকষ নৈপুণ্যের। জোফরা আর্চার ৭৩ রানে তিন উইকেট অর্জন করে.

ইংল্যান্ড ইনিংসে ভারতীয় ব্যাটসম্যানরা প্রভাব বিস্তার করতে পারে নি. ওদের নিজস্ব বাজবল ঢঙে ব্যাটিং করে সূচনাকারী ব্যাটসম্যান দুজন জ্যাক ক্রলি আর বেন ডাকেট ৩২ ওভারে ১৬৬ তুলে উড়ন্ত সূচনা এনে দেয়।  ক্রলি (৮৪) ,ডাকেট (৯৪) করে শতরান মিস করে।  তৃতীয় উইকেট জুটিতে ওলী পপ (৭১) আর জো ৰূট (১৫০) দ্রুত ১৪৪ রান জুড়ে দিলে ম্যাচ থেকে ছিটকে পড়ে ভারত। দিনশেষ অধিনায়ক বেন স্টোকস ৭৭ এবং লিয়াম ডসন ২১ রানে অপরাজিত আছে. ইংল্যান্ড এগিয়ে ১৮৬ রানে। উইকেট ধীরে ধীরে বোলারদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছে। এই ম্যাচ বাঁচানো ভারতের পক্ষে হয়ত সম্ভব হবে না. ইংল্যান্ড জিতলে সিরিজে ৩-১ এগিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিবে।

টেস্টের উজ্জ্বলতম দিক হলো কিংবদন্তি ইংরেজ ব্যাটসম্যান জো রুটের নানা মাইলফলক অর্জন। টানা দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি করলেন রুট। লর্ডসে আগের টেস্টে করেছিলেন ১০৪ রান, এবার ম্যানচেস্টারে এসে আরও একবার তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁলেন। ম্যাচের তৃতীয় দিনে ১১ রান থেকে দিন শুরু করে ধীরে ধীরে গড়েছেন ইনিংস-প্রথম ফিফটি আসে ৯৯ বলে, আর পরের পঞ্চাশ মাত্র ৭৯ বলে।

ব্যাট হাতে সেঞ্চুরির পাশাপাশি রুটের নাম উঠেছে আরও কয়েকটি রেকর্ডবুকে। রাহুল দ্রাবিড় (১৩,২৮৮) ও জ্যাক ক্যালিস (১৩,২৮৯)–কে টপকে উঠে গেছেন টেস্ট ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় তৃতীয় স্থানে। রুটের ইনিংস সংখ্যা ২৮৬।

ভারতের বিপক্ষে এটি তার ১২তম টেস্ট সেঞ্চুরি, যা এই প্রতিপক্ষের বিপক্ষে সবচেয়ে বেশি। দ্বিতীয় স্থানে থাকা স্টিভ স্মিথের আছে ১১টি শতক। একমাত্র দুইজন ব্যাটসম্যানই নির্দিষ্ট একটি দলের বিপক্ষে রুটের চেয়ে বেশি সেঞ্চুরি করেছেন-ডন ব্র্যাডম্যান (১৯টি, ইংল্যান্ডের বিপক্ষে) ও সুনীল গাভাস্কার (১৩টি, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে)।  ওল্ড ট্র্যাফোর্ড মাঠে এটি রুটের দ্বিতীয় সেঞ্চুরি, একই সঙ্গে এই মাঠে প্রথম ক্রিকেটার হিসেবে এক হাজার রান করার কীর্তিও গড়লেন তিনি (২০ ইনিংসে)। আন্তর্জাতিক ক্রিকেটে তার শতকের সংখ্যা এখন ৫৬টি (টেস্টে ৩৮, ওয়ানডেতে ১৮)।

এই তালিকায় তিনি হাশিম আমলাকে পেছনে ফেলে উঠেছেন ষষ্ঠ স্থানে। তার উপরে আছেন ক্যালিস (৬২), সাঙ্গাকারা (৬৩), পন্টিং (৭১), কোহলি (৮২) এবং শচীন টেন্ডুলকার (১০০)।

মনে রাখতে হবে সিরিজটি ২০২৫-২০২৭ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ পর্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত তৃতীয় টেস্ট পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতায় থাকলেও এই টেস্ট বর্তমান অবস্থায় হয়তো হেরে যাবে। ভারত দলে ভর করেছে ক্লান্তি আর অবসাদ।  ইংল্যান্ডের কট্টর পেশাদারিত্বের সঙ্গে সমান তালে যুদ্ধ করতে পারছে না ভারত। ভারত বোলিং ট্রাম্প কার্ড জাসপ্রিত বুমরার জাদুগরি প্রভাব মিলিয়ে যাচ্ছে। তুখোড় ব্যাটসম্যান ঋষভ পান্ট আহত হয়ে পড়েছে। এই সিরিজ পরাজয় ভারতকে টেস্ট চ্যাম্পিয়নশিপ বর্তমান পর্যায়ে পিছিয়ে দিবে।

টেন্ডুলকার-অ্যান্ডার্সন টেস্ট সিরিজ

চতুর্থ টেস্ট, ওল্ড ট্রাফোর্ড, ম্যানচেস্টার

ভারত প্রথম ইনিংস ৩৫৮( সাই সুদর্শন ৬১, যশবি জয়সোয়াল ৫৮ ,ঋষভ পান্ট ৫৪, কে এল রাহুল ৪৬, শার্দুল ঠাকুর ৪১ , বেন স্টোকস ৫/ ৭২, জোফরা আর্চার ৩/৭৩)

ইংল্যান্ড ৫৪৭/৭ ( জো ৰূট ১৫০, বেন ডাকেট ৯৪, জ্যাক ক্রলি ৮৪, বেন স্টোকস ৭৭* , ওলি পোপ ৭১, ওয়াশিংটন সুন্দর ২/৫৭, রাভিন্দ্রা জাদেজা ২/১১৭

ইংল্যান্ড এগিয়ে ১৮৬ রানে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

4 × 3 =