বাংলাদেশে অরেঞ্জ বন্ড চালু করবে ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট ও ব্র্যাক ইপিএল

বাংলাদেশে প্রথমবারের মতো অরেঞ্জ বন্ড, অরেঞ্জ সুকুক এবং অন্যান্য থিমেটিক ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট ইনস্ট্রুমেন্ট চালুর লক্ষ্যে সম্প্রতি ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট এক্সচেঞ্জের সাথে চুক্তি করেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় ইনভেস্টমেন্ট ব্যাংক ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেড। ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট এক্সচেঞ্জ হলো জেন্ডার-লেন্স ইনভেস্টমেন্টের একটি শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রতিষ্ঠান।

এই চুক্তির ফলে ব্র্যাক ইপিএলের পুঁজিবাজার সম্পর্কিত অভিজ্ঞতা এবং ইমপ্যাক্ট ইনভেস্টমেন্টের উদ্ভাবনী অর্থায়নব্যবস্থা ২০২৬ সালের মধ্যে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে দেশে উত্তরণের যাত্রায় সহায়তা করবে।

‘অরেঞ্জ বন্ড প্রিন্সিপালস’-এর মাধ্যমে পরিচালিত অরেঞ্জ বন্ডগুলো ইন্টারন্যাশনাল ক্যাপিটাল মার্কেট অ্যাসোসিয়েশনের গ্রিন বন্ড প্রিন্সিপালস, সোশ্যাল বন্ড প্রিন্সিপালস এবং সাসটেইনেবিলিটি বন্ড গাইডলাইনসের মতো আন্তর্জাতিক বিভিন্ন টেকসই অর্থায়ন মানদণ্ড মেনে চলে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইমপ্যাক্ট ইনভেস্টমেন্টের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ফাউন্ডার অ্যান্ড সিইও প্রফেসর দুররীন শাহনাজ এবং অ্যাডভাইজরি অ্যান্ড পার্টনারশিপসের ডিরেক্টর দেবাশীস রায়। ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ফাহিমা চৌধুরী কেয়া, সিইও সৈয়দ রাশেদ হোসেন, হেড অব কর্পোরেট অ্যাডভাইজরি অনুপ দত্ত এবং প্রজেক্ট টিমের অন্যান্য সদস্যরা।

প্রায় দুই দশক ধরে দেশের পুঁজিবাজারে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ব্র্যাক ইপিএলের, যাদের রয়েছে একাধিক নতুন ইনভেস্টমেন্ট ব্যাংকিং সল্যুশন চালুর খ্যাতি। এই চুক্তির বিষয়ে ব্র্যাক ইপিএলের সিইও সৈয়দ রাশেদ হোসেন বলেন, “বাংলাদেশের এসএমই এবং নারী উদ্যোক্তাদের জন্য পুঁজি সংগ্রহের এক অনন্য সুযোগ সৃষ্টি করবে অরেঞ্জ বন্ড, যা দেশে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করবে।”

ইমপ্যাক্ট ইনভেস্টমেন্টের ফাউন্ডার অ্যান্ড সিইও প্রফেসর দুররীন শাহনাজ বলেন, “বাংলাদেশে অরেঞ্জ বন্ড চালু করা কেবল উদ্ভাবনী অর্থায়ন নয়, বরং এটি হলো পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান বদলে দেওয়া এবং নারীর ক্ষমতায়নের মাধ্যমে সমাজে কাঠামোগত পরিবর্তন নিয়ে আসার লক্ষ্যে এক উল্লেখযোগ্য পদক্ষেপ।”

ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট ২০০৯ সাল থেকে বিশ্বব্যাপী ইমপ্যাক্ট ইনভেস্টিং আন্দোলনের অগ্রদূত হিসেবে কাজ করছে। প্রতিষ্ঠানটি মূলধন সংগ্রহ ও ডেটা-ভিত্তিক সল্যুশনের মাধ্যমে জেন্ডার-ইক্যুয়ালিটি এবং জলবায়ু কর্মপরিকল্পনার ওপর গুরুত্ব দিয়ে টেকসই উন্নয়নে অর্থায়ন ব্যবস্থার পুনর্গঠনে কাজ করে।

এই চুক্তির মাধ্যমে ব্র্যাক ইপিএল ও ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট যৌথভাবে বন্ড ইস্যুকারী প্রতিষ্ঠানের প্রস্তুতি নিশ্চিত করবে, তাদের থিমভিত্তিক বন্ড কাঠামো তৈরিতে পরামর্শ দেবে, নিয়ন্ত্রক সংস্থাগুলোর সঙ্গে কাজ করবে এবং দেশে গতিশীল ও অন্তর্ভুক্তিমূলক ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্যে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের একত্রিত করবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

nineteen − 16 =