অস্ট্রেলিয়ায় স্টেজ শো‘র মাধ্যমে কনসার্টে ফিরছেন কুমার বিশ্বজিৎ

দুর্ঘটনায় আহত একমাত্র ছেলে নিবিড়ের সঙ্গে কানাডার একটি হাসপাতালে দীর্ঘদিন ধরেই অবস্থান করছেন ‘চিরসবুজ’খ্যাত নন্দিত সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। বর্তমানে ছেলে অনেকটা সুস্থ হওয়ায় আবার নিজের ভালোলাগার জায়গা স্টেজ শোতে ফিরছেন তিনি।

কুমার বিশ্বজিৎ জানান আগামী ২৩ আগস্ট অস্ট্রেলিয়ার মেলবোর্নে একটি স্টেজ শোতে সংগীত পরিবেশনার মধ্য দিয়ে চেনা ছন্দে ফিরবেন কুমার বিশ্বজিৎ। এরপর একে একে আগামী ২৪ ও ৩০ আগস্ট এবং ৬ ও ৭ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার আরও পাঁচটি স্টেটে গান পরিবেশন করবেন বলে নিশ্চিত করেছেন তিনি।

বরেণ্য এই সংগীত তারকা বলেন, একজন শিল্পীর বড় আনন্দের ও ভালোলাগার জায়গা হলো স্টেজ। মঞ্চে দাঁড়িয়ে শ্রোতা-দর্শককে গান শোনাতেই একজন শিল্পীর বেশি ভালো লাগে। সেই ভালো লাগা পেতেই কুমার বিশ্বজিৎ স্টেজ শোতে ফিরছেন।

একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই গায়ক বলেন, ‘সত্যি বলতে আমার ছেলে নিবিড় যখন দুর্ঘটনায় কবলিত হয় সেই সময় থেকে আজ পর্যন্ত সারা পৃথিবীর আনাচ-কানাচে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে আমি আমার ছেলের জন্য যে ভালোবাসা পেয়েছি, যে দোয়া পেয়েছি, তা সত্যিই ভাষায় প্রকাশের নয়। প্রতিনিয়ত তারা নানান মাধ্যমে আমার ছেলের খোঁজ নিয়েছেন। তারা আমার ছেলের জন্য যে ভালোবাসা দেখিয়েছেন তাতে সত্যিই মুগ্ধ আমি। তো সেসব মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাতে, ভালোবাসা জানাতে আমি তাদের সামনে আবার গানে গানে হাজির হচ্ছি।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

seventeen + 12 =