ফিফার কমিটিতে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল

ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কমিটিতে জায়গা পেয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। ফিফার ফুটবল টেকনোলজি, ইনোভেশন ও ডিজিটাল ট্রান্সফরমেশন কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন তিনি।

এই কমিটি সাধারণত কাজ করে থাকে বিশ্ব ফুটবলে প্রযুক্তি, উদ্ভাবন ও ডিজিটাল রূপান্তর নিয়ে। কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন আইসল্যান্ডের থরভালদুর ওরলিগসন এবং ডেপুটি চেয়ারম্যান হিসেবে আছেন ভেনেজুয়েলার হোর্হে গিমেনেজ।

একই দিনে সুখবর পেয়েছেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। তাকেও রাখা হয়েছে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণ সংস্থার আরেকটি কমিটিতে। ফিফার ইউথ গার্লস কম্পিটিশন কমিটির সদস্য করা হয়েছে বাফুফের নির্বাহী কমিটির সদস্য মাহফুজা কিরনকে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

eighteen − one =