সম্মানসূচক অস্কার পেলেন টম ক্রুজ

বিখ্যাত হলিউড তারকা টম ক্রুজ ৪৪ বছর ধরে সাফল্যময় অভিনয় জীবনে চার বার অস্কারের জন্য মনোনীত হলেও পুরস্কারটি পাননি এই তারকা। এবার বিশ্ব সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো।

রোববার (১৬ নভেম্বর) ১৬ তম গভার্নর্স অ্যাওয়ার্ডসে টম ক্রুজকে অ্যাকাডেমির সম্মানসূচক (অনারারি) অস্কার দেয়া হয়েছে।

পুরস্কারটি তুলে দেন মেক্সিকান নির্মাতা আলেহান্দ্রো জি. ইনারিতু। তিনি বর্তমানে টম ক্রুজকে নিয়ে একটি নতুন ছবি পরিচালনা করছেন। যা ২০২৬ সালের অক্টোবরে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

অ্যাওয়ার্ডটি পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন টম। তিনি সিনেমার আড়ালে যুক্ত কলাকুশলী, শিল্পী, লেখক, দল এবং হাজারো ভক্তদের ধন্যবাদ জানান যারা শিল্পকে বহন করে।

 

টম বলেন, ‘সিনেমা আমাকে সারা বিশ্বে নিয়ে যায়। এটি আমাকে মানবতা, সম্মানবোধ, একতাবোধ শিখিয়েছে। আমরা যেখান থেকেই আসি না কেন মুভির থিয়েটার আমাদের একই সুতায় বাধেঁ। এই একটি মাত্র জায়গায় আমরা একসাথে হাসি, একসাথে অনুভব করি, আশা করি এবং এটাই শিল্পের শক্তি। এই কারণেই এটি আমার কাছে গুরুত্বপূর্ণ।

‘চলচ্চিত্র তৈরি করা আমার কাজ নয়, এটাই আমি কে’- তার একটি বড় অংশ।

তিনি আরো বলেন, ‘সিনেমার প্রতি আমার ভালোবাসা খুব ছোটবেলা থেকেই শুরু হয়েছিল। সিনেমার দ্যুতি আমাকে শিখিয়েছে কীভাবে সীমাবদ্ধতাকে ছাড়িয়ে আকাশছোঁয়া স্বপ্ন দেখা যায়।

ক্রুজের চমকপ্রদ অভিনয়ের মধ্যে রয়েছে পল ব্রিকম্যানের ‘রিস্কি বিজনেস’, রিডলি স্কটের ‘লেজেন্ড’, টনি স্কটের ‘টপ গান’, মার্টিন স্করসেজির ‘দ্য কালার অফ মানি’, রব রেইনারের ‘এ ফিউ গুড মেন’, নীল জর্ডানের ‘ইন্টারভিউ উইথ দ্য ভ্যাম্পায়ার’, স্ট্যানলি কুব্রিকের ‘আইজ ওয়াইড শাট’, এডওয়ার্ড জুইকের ‘দ্য লাস্ট সামুরাই’, মাইকেল ম্যানের ‘কোলাটারাল’, ডগ লিমানের ‘এজ অফ টুমরো’ এবং দীর্ঘদিন ধরে চলমান ‘মিশন: ইম্পসিবল’ ফ্র্যাঞ্চাইজিতে অভিনয় করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

eighteen − 16 =