অ্যাশেজ মহারণ: শুরু হলো সেয়ানে সেয়ানে লড়াই

পার্থের দ্রুত গতির বাউন্সি উইকেটে ক্যাঙ্গারু বাহিনীর ইটের জবাব পাটকেল ছুড়ে দিলো ইংলিশ লায়ন্স। প্রথম দিনশেষে সুবিধাজনক অবস্থানে ইংল্যান্ড। টস জয় করে মিচেল স্ট্যার্কের ( ৭/৫৮) দূর্দান্ত পেস বোলিংয়ে মাত্র ৩২.৫ ওভারে ১৭২ রানে সাঙ্গ হটেছিলো ইংলিশ ইনিংস। বল হাতে যোগ্য জবাব দিয়েছে ইংলিশ বোলারস। অধিনায়ক বেন স্টোকস (৫/২৩), জোফরা আর্চার (২/১১) ,ব্রাইডন কার্স (২/৪৫) আগুনে বোলিংয়ে দিনশেষে অস্ট্রেলিয়া করেছে ১২৩/৯. প্রথম দিনে পড়েছে ১৯ উইকেট। মাত্র ১ উইকেট হাতে নিয়ে অস্ট্রেলিয়া পিছিয়ে আছে ৪৯ রানে। ঐতিহাসিক আমেজ যুদ্ধ শুরুতেই শেয়ানে শেয়ান লড়াইয়ে জমজমাট।

অস্ট্রেলিয়া দলে নানা সংকট।  আহত থাকায় দলের বোলিংয়ের মূল দুই অস্ত্র অধিনায়ক পাট কামিন্স আর নির্ভরযোগ্য জস হেজেলউড নেই. ব্যাটিং নিয়েও আছে নানা সমস্যা। স্টার্কের সহযোগী হিসাবে কাল দলে ছিল স্কট বোলান্ড এবং নবাগত ব্রেন্ডন ডগার্ড।  কিন্তু টস জয়ী জয় করে ইংল্যান্ড ব্যাটিং নেয়ার পর স্টার্ক  পেসি বাউন্সি পার্থ উইকেটে একাই ধসিয়ে দিয়েছে। দুর্দান্ত প্রথম স্পেলে তুলে নিয়েছে ক্রলি ,ডাকেট এবং বিশেষ করে ইংলিশ ব্যাটিং মূল স্তম্ব জো রুটের উইকেট। ৮.৫ ওভারে ৩৯ রানে ৩ উইকেট হারানো ইংল্যান্ড তবু চেষ্টা করেছে নিজেদের স্বভাব জাত বাজবল ক্রিকেট খেলতে। জানিনা কামিন্স ,হেজেলউড থাকলে কি হত। স্কট বোলান্ড কিন্তু যোগ্য সাহচর্য দিতে পারে নি স্টার্ককে।  অলি পোপ (৪৬) এবং হ্যারি ব্রুক (৫২) ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলে ওদের প্রতিশ্রুতিময় ইনিংস পন্ড করে গ্রিন এবং নবাগত ডগার্ড। একসময় ইংলিশ ইনিংসে স্থায়িত্ব আসলেও অপ্রতিরোদ্ধ স্টার্ক একই ধসিয়ে দেয় ইংলিশ ব্যাটিং। ১৬০ -১৭২ মাত্র ১২ রানে শেষ ৫ উইকেট হারানোয়  তাসের ঘরের মত ভেঙে পরে ইংল্যান্ড।  স্টার্ক তার বর্ণাঢ্য ক্রিকেট জীবনে (৭/৫৮) সেরা মাইল ফলক অর্জন করে.

ইংল্যান্ড কিন্তু ভড়কে যায় নি. পেস সহায়ক আর্চার ,উড ,আটকিনসন ,কার্সের গতি এবং বিশেষত অধিনায়ক বেন স্টোকসের বিচ্চক্ষন্নতায় অস্ট্রেলিয়ান ব্যাটিং গুড়িয়ে দেয়। এমনিতেই ডেভিড ওয়ার্নার অবসর নেয়ার পর অস্ট্রেলিয়া ওপেনিং সমস্যায় ভুগছে। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে থাকা জেক ওয়েদারফোর্ডকে সুযোগ দেয়া হয়েছিল। জোফরা আর্চারের দুরন্ত পেসের সামনে দাঁড়াতেই পারলো না. পিঠের ব্যাথায় কাতর উসমান খাজা শুরুতে নামে নি. স্টিভ স্মিথ আর মার্নাস লাৰুসাং সামাল দিতে পারে নি. পাঁচ পেসারের সাঁড়াশি আক্রমণে অস্ট্রেলিয়া দ্রুত উইকেট হারাতে থাকে। বিপর্যস্ত অস্ট্রেলিয়ান দলের জন্য আতংক হয়ে আবির্ভুত হয় বিচক্ষণ বেন স্টোকস।  ট্রাভিস হেড(২১) ,ক্যামেরুন গ্রিন ( ২৪) ,আলেক্স কারী (২৬) কিছুটা প্রতিরোধ গড়লেও। বেন স্ট্রোকস (৫/২৩) নৈপুণ্যে দিনশেষে অস্ট্রলিয়া ১২৩/৯ উইকেট হারায়।

আজ দ্বিতীয় দিন।  উইকেট এখনো জীবন্ত।  টেস্ট ম্যাচটি এবং আমেজ সিরিজ আপন মহিমায় জম জমাট হয়েই উপস্থাপিত হয়েছে। ৫ টেস্টের আমেজ সিরিজের প্রতিটি ম্যাচের প্রথম তিন দিনের সব টিকেট বিক্রি হয়ে গাছে।

আমেজ সিরিজ : পার্থ টেস্ট

ইংল্যান্ড প্রথম ইনিংস ১৭২ ( হ্যারি ব্রুক ৫২, অলি পোপ ৪৬,জেমি স্মিথ ৩৩ , মিচেল স্টার্ক ৭ /৫৮, ব্রেন্ডন ডগার্ড ২/২৭)

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ১২৩/৯ ( আলেক্স কারী ২৬, ক্যামেরুন গ্রীন ২৪, ট্রাভিস হেড ২১ , বেন স্টোকস ৫/২৩, জোফরা আর্চার ২/১১, ব্রাইডন কার্স ২/৪৫)

ইংল্যান্ড ৪৯ রানে এগিয়ে আছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

two × two =