এনার্জিপ্যাক ফ্যাশনস লিমিটেড সম্প্রতি ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৫’ -এ অংশগ্রহণ করেছে। রাজধানীতে এক্সপোর্ট প্রোমোশন ব্যুরো (ইপিবি) কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী (১ থেকে ৩ ডিসেম্বর) এ প্রদর্শনীতে ১২৫টিরও বেশি রপ্তানিকারক প্রতিষ্ঠান ১৬৫টি স্টল নিয়ে অংশ নেয়।
আন্তর্জাতিক এই প্রদর্শনীটিতে বিশ্বের বিভিন্ন দেশের ক্রেতা, সোর্সিং এজেন্ট এবং ট্রেড সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। প্রদর্শনীর মাধ্যমে নতুন ব্যবসা প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্ব ও বাজার সম্প্রসারণের এক অনন্য সুযোগ সৃষ্টি হয় অংশগ্রহণকারীদের জন্য ।
এনার্জিপ্যাক ফ্যাশনস লিমিটেড তাদের প্রস্তুতকৃত পোশাক নিয়ে এই এক্সপোতে স্বতন্ত্র জায়গা করে নেয়। প্রত্যাশা করা হচ্ছে, তাদের এই উপস্থিতি বৈশ্বিক বাজারে প্রতিষ্ঠানটির অবস্থান আরও শক্তিশালী করবে এবং রপ্তানির নতুন সম্ভাবনা অনুসন্ধান করতে সহায়ক হবে।
উল্লেখ্য, বাংলাদেশে খুব কম সংখ্যক গার্মেন্টস কারখানা ফরমাল পোশাক উৎপাদন করে থাকে। এনার্জিপ্যাক ফ্যাশনস এ ধরনের পোশাক তৈরির ক্ষেত্রে অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এবং গুণগত মানেও অনন্য। সম্প্রতি, প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের ‘গ্রিন বিল্ডিং কাউন্সিল’ (ইউএসজিবিসি) থেকে মর্যাদাপূর্ণ ‘এলইইডি প্লাটিনাম স্বীকৃতি’ অর্জন করেছে। তাদের এই অর্জন সবুজ শিল্পায়নের ক্ষেত্রে বাংলাদেশের নেতৃত্বকে আরও শক্তিশালী করেছে।
এনার্জিপ্যাক শুরু থেকেই জাপান, ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে আসছে। বিশ্বমানের পোশাক উৎপাদনের ক্ষেত্রে তারা নিত্যনতুন নকশা, উন্নত প্রযুক্তি এবং টেকসই উৎপাদনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে।
এনার্জিপ্যাক ফ্যাশনস লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা পাভেল ভৌমিক এফসিএ বলেন, “এই এক্সপো আমাদের জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তের খাতসংশ্লিষ্ট শীর্ষস্থানীয় ব্যক্তিদের সঙ্গে সংযোগ স্থাপনের নতুন দ্বার উন্মোচন করেছে। আমরা এমন কিছু অংশীদারিত্বের অপেক্ষায় আছি, যা টেকসই উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে।”
‘গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৫’ এনার্জিপ্যাক ফ্যাশনস লিমিটেডের জন্য বৈশ্বিক অঙ্গনে নিজেদের উপস্থিতি জানানো ও খাতসংশ্লিষ্ট নেতৃবৃন্দের সাথে যোগাযোগ সম্প্রসারণের কার্যকরী প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে।