২০ বছরের সংগীতযাত্রা উদ্‌যাপন করলো মেকানিক্স

দেশের জনপ্রিয় হেভি মেটাল ব্যান্ড মেকানিক্স তাদের সংগীতজীবনের ২০ বছর পূর্তি উপলক্ষে সফলভাবে আয়োজন করলো একক কনসার্ট “An Evening with Mechanix: Celebrating 20 Years of Legacy”। ২৭ ডিসেম্বর ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে অনুষ্ঠিত এই কনসার্টে ছিল দর্শক-শ্রোতাদের ব্যাপক উপস্থিতি।

২০০৫ সালে যাত্রা শুরু করা মেকানিক্স দীর্ঘ দুই দশক ধরে বাংলাদেশের রক ও মেটাল সংগীতাঙ্গনে নিজেদের একটি স্বতন্ত্র ও শক্ত অবস্থান তৈরি করেছে। অর্থবহ গীতিকবিতা, শক্তিশালী সংগীতায়োজন এবং ধারাবাহিক লাইভ পারফরম্যান্সের মাধ্যমে ব্যান্ডটি দেশ-বিদেশে বিপুল শ্রোতাপ্রিয়তা অর্জন করেছে। এ সময়ে তারা প্রকাশ করেছে একাধিক অ্যালবাম ও সিঙ্গেল এবং অংশ নিয়েছে অসংখ্য কনসার্টে।

২০ বছর পূর্তির এই বিশেষ আয়োজনে মেকানিক্স তাদের সংগীতযাত্রার বিভিন্ন সময়ের নির্বাচিত গান পরিবেশন করে। পুরোনো জনপ্রিয় গান থেকে শুরু করে সাম্প্রতিক কাজ, সব মিলিয়ে কনসার্টটি পরিণত হয় ব্যান্ডটির দীর্ঘ পথচলার এক সংগীতময় দলিলে।

এই কনসার্টে অতিথি হিসেবে মেকানিক্সের সঙ্গে পারফর্ম করেন মাইলস, এলআরবি, আর্টসেল, শিরোনামহীন, পাওয়ারসার্জ, ব্ল্যাক জ্যাং, দৃকসহ বিভিন্ন ব্যান্ডের সদস্যরা। পাশাপাশি অংশ নেন রোমেল আলী, ইকবাল আসিফ জুয়েল, শিশির আহমেদ, এভোয়েড রাফা, এ কে রাহুলসহ সংগীতাঙ্গনের আরও অনেকে।

অনুষ্ঠানের এক আবেগঘন পর্বে মেকানিক্স ব্যান্ড শ্রদ্ধাভরে স্মরণ করে প্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পী আজম খান, আইয়ুব বাচ্চু, শাফিন আহমেদ, জেহীন আহমেদ, শাহেদ হোসেন, এ কে রাতুল এবং আরাফাত অদিত-কে। এই অংশে সম্মাননা প্রদান ও বিশেষ সংগীত পরিবেশনা দর্শকদের মধ্যে গভীর আবেগ সৃষ্টি করে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

eleven − six =