দেশে ফিরে প্রথমবার গুলশান কার্যালয়ে তারেক রহমান

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে আজ প্রথমবারের মতো বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বসেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। খবর বাসস

আজ রোববার দুপুর ১টা ৪০ মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের গাড়ি গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে প্রবেশ করে। তিনি গুলশান এভিনিউর বাসা থেকে এই অফিসে আসেন।

এক এগারোর পট পরিবর্তনের পরে বিএনপি চেয়ারপার্সনের জন্য এই কার্যালয় খোলা হয়। তারেক রহমান ২০০৮ সালে শেষ বারের মতো এই কার্যালয়ে এসেছিলেন।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রথমে গাড়ি থেকে নেমে উপস্থিত সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পরে কার্যালয় ভবনে প্রবেশ করেন।

কার্যালয়ে তাকে ফুল দিয়ে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে স্থায়ী কমিটির নেতৃবৃন্দ।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুভেচ্ছা বিনিময় শেষে দোতলায় নিজের চেম্বারে গিয়ে বসেন। দলের স্থায়ী কমিটির সদস্যবৃন্দের সাথে মতবিনিময় করেন।

বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক ভিডিওতে দেখা গেছে, কার্যালয়ের ভেতরের একটি কক্ষে দলের সিনিয়র নেতাদের সঙ্গে হাসিমুখে গল্প করছেন তারেক রহমান।  নেতারা দেশে আসার পরে তার শারীরিক কুশলাদি জানতে চেয়েছেন।  তারেক রহমানও তাদের সঙ্গে হাসিমুখে গল্প করছেন।  সবমিলিয়ে সেখানে এক ধরনের আন্তরিক পরিবেশ সৃষ্টি হয়।

স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মির্জা আব্বাস,  গয়েশ্বর চন্দ্র রায়,  ড. আবদুল মঈন খান,  আমীর খসরু মাহমুদ চৌধুরী,  সেলিমা রহমান এবং দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আরো উপস্থিত ছিলেন দলের  জ্যেষ্ঠ মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল, মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন, চেয়ারপার্সনের কার্যালয়ের কর্মকর্তাগণসহ বগুড়া জেলার নেতৃবৃন্দ।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়েও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য আলাদা চেম্বার করা হয়েছে। দোতলায় চেয়ারপার্সনের চেম্বারের পাশেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য আরেকটি চেম্বার তৈরি করা হয়েছে।

গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। ফেরার পর থেকে একের পর এক কর্মসূচির অংশ হিসেবে তিনি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কার্যক্রমে অংশ নেন। তবে এবারই প্রথম সরাসরি দলের কেন্দ্রীয় কার্যালয়ের কার্যক্রমে যুক্ত হচ্ছেন।

বিএনপি নেতারা বলছেন, এতে দলটির সাংগঠনিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে। বিশেষ করে আসন্ন রাজনৈতিক কর্মসূচি ও নির্বাচনকেন্দ্রিক প্রস্তুতিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা।

এদিকে কার্যালয়ে তারেক রহমানের উপস্থিতিকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা লক্ষ্য করা গেছে। নেতাকর্মীরা এটিকে দলের জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুহূর্ত হিসেবে দেখছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

1 × five =