‘টক্সিক’র পোস্টারে ‘গঙ্গা’ চরিত্রে নয়নতারা

‘টক্সিক: অ্যা ফেইরিটেল ফর গ্রোনআপস’ এ তারকাদের একের পর এক অভিনব পোস্টার দিয়ে ছবিটি নিয়ে ভক্তদের উত্তেজনা বাড়িয়ে তুলেছে। এবার অভিনেত্রী নয়নতারার ‘গঙ্গা’ চরিত্রের প্রথম লুক প্রকাশ করেছে নির্মাতা।

বুধবার (৩১ ডিসেম্বর) ‘টক্সিক: অ্যা ফেইরিটেল ফর গ্রোনআপস’র অভিনেতা ইয়াশ সহ ছবিটির নির্মাতা সোশ্যাল মিডিয়ায় নয়নতারার প্রথম ঝলক প্রকাশ করেছেন।

পোস্টারে নয়নতারাকে বোল্ড ও গম্ভীর লুকে দেখা যায়। বন্দুক হাতে নয়নতারা বৃহৎ এক ক্যাসিনোর প্রবেশপথ দিয়ে আত্মবিশ্বাসের সাথে হেঁটে যাচ্ছে। তার পেছনে ও আশেপাশে দেহরক্ষীরা দাঁড়িয়ে পাহাড়া দিচ্ছে।

পোস্টারে নয়নতারার পরনের কালো পোশাক, উঁচু স্লিট এবং লম্বা বুটে তার দৃঢ় ও স্থির চাহনি ‘গঙ্গা’ চরিত্রকে সাহসী ও প্রভাবশালী নারীর রূপে উপস্থাপন করেছে।

পোস্টারটি প্রকাশ হতেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। এক অনুরাগী লেখেন, ‘লেডি সুপারস্টার ‘নয়নতারা’ গঙ্গা রূপে এর চেয়ে বড় ও ভালো কিছু হতে পারে না।’

নয়নতারার অভিনয় সম্পর্কে পরিচালক বলেন, ‘দুই দশকের ক্যারিয়ারে নয়নতারা ইন্ড্রাস্টিতে এক শক্তিশালী উপস্থিতি তৈরি করেছে। তবে ‘টক্সিক’ এ দর্শক তাকে এক নতুন রূপে দেখবে। শ্যুটিংয়ের সময় বুঝেছি তার ভেতরেই এই চরিত্রের আত্মা লুকিয়ে আছে।’

অন্যদিকে, সিনেমাটির অভিনেতা ইয়াশ ‘কেজিএফ:চ্যাপ্টার ২’র দুর্দান্ত সাফল্যের পর এ ছবির মাধ্যমে আবার পর্দায় ফিরছেন।

উল্লেখ্য, টক্সিক’র পোস্টারে কিয়ারা আদভানির ‘নাদিয়া’ ও হুমা কুরেশির ‘এলিজাবেথ’ চরিত্র ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

‘টক্সিক’ পরিচালনা করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত নির্মাতা গীতু মোহন দাস। ছবিতে অভিনয় করছেন ইয়াশ, কিয়ারা, নয়নতারা, তারা সুতারিয়া, হুমা কুরেশি, রুক্মিণী বসন্ত, অক্ষয় ওবেরয় ও সুদেব নায়ার। ছবিটি কন্নড় ও ইংরেজি ভাষায় একসঙ্গে শুট করা হয়েছে এবং মোট ছয়টি ভাষায় আগামী বছরের ১৯ মার্চ মুক্তি পাবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

seventeen − 4 =