শোবিজ অঙ্গনের বছরের আলোচিত ১০ ঘটনা

বিদায়ী লগ্নে ২০২৫ সাল। এ বছরটি ছিল শোবিজ অঙ্গনের সাফল্য, ব্যর্থতা, নতুন সম্পর্ক, বিয়ে, মৃত্যু মিলিয়ে এক আলোচিত বছর। বছরজুড়ে নানা ব্যতিক্রমী আয়োজন এবং আলোচিত মুহূর্তে সরব ছিলেন অনেক তারকা। বার্তা২৪.কম

কানে ‘আলীর’ সম্মাননা

২০২৫ সালে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য এক অনন্য অর্জন এনে দেয় দেশের স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘আলী’। আদনান আল রাজীব পরিচালিত ‘আলী’ বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ উল্লেখযোগ্য ছবি হিসেবে স্বীকৃতি পেয়েছে। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র শাখার স্পেশাল মেনশন (বিশেষ উল্লেখযোগ্য ছবি হিসেবে স্বীকৃতি) দেয়া হয়েছে সিনেমাটিকে।

নুসরাত ফারিয়া গ্রেফতার

এ বছরের সবচেয়ে বিতর্কিত ঘটনাগুলোর একটি ছিল অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেফতার। ফারিয়ার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার অভিযোগের মামলায় তাকে আটক করেছিল পুলিশ।

গ্রেফতার ঘিরে নানা প্রশ্ন, গুজব ও মতভেদ তৈরি হয়। কেউ দেখেছেন এটিকে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে, কেউ আবার তুলেছেন তারকাদের সামাজিক দায়বদ্ধতার প্রসঙ্গ। এই ঘটনা নুসরাত ফারিয়ার ব্যক্তিগত ও পেশাগত জীবনে এক বড় ধাক্কা হিসেবে বিবেচিত হয়।

মেহজাবীন-রাজিবের বিয়ে

শোবিজ অঙ্গনের প্রতিভাবান নায়িকা মেহজাবীন চৌধুরী। দীর্ঘদিন ধরে নির্মাতা আদনান আল রাজীবের সাথে তার প্রেমের গুঞ্জনের কথা শোনা গেলেও কখনো তা প্রকাশ্যে বলেনি এই অভিনেত্রী। অবশেষে এ বছরের ১৪ ফেব্রুয়ারি মেহজাবীন ও আদনান আল রাজীবের আক্‌দ সম্পন্ন হয়। বিয়ের খবরটি প্রকাশ্যে আসতেই ভক্ত ও সহকর্মীদের অজস্র ভালোবাসা ও শুভেচ্ছা পায় এ তারকাদম্পতি। মেহজাবীন-রাজিবের বিয়ে বছরজুড়ে আলোচনার কেন্দ্রে ছিল।

তাহসানের বিয়ে ও গান ছাড়ার ঘোষণা

গায়ক ও অভিনেতা তাহসানের সাথে মিথিলার বিচ্ছেদের পর যখন মিথিলা- সৃজিত বিয়ে হয় তখন থেকেই অনুরাগীরা মুখিয়ে ছিলেন তাহসানের দ্বিতীয় বিয়ে নিয়ে। তবে চলতি বছরের শুরুতে সবাইকে অবাক করে দিয়ে ইনফ্লুয়েন্সার ও মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেন এই অভিনেতা।

এরপর বছরের শেষ ভাগে এসে তাহসানের গান ছাড়ার ঘোষণা যেন স্তব্ধ করে দেয় দেশের সংগীতপ্রেমীদের। ব্যক্তিগত জীবন, নিজের ক্যারিয়ার, ও ভবিষ্যৎ ভাবনা থেকেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। তার গান ছাড়ার ঘোষণা এ বছরের সংগীত জগতে এক আলোচিত বিষয় ছিল।

দুই কিংবদন্তি তারকার মৃত্যু

অভিনেত্রী অঞ্জনা রহমান ও প্রবীর মিত্রের মৃত্যু শোবিজ অঙ্গনের এক অপূরণীয় ক্ষতি। এ দুই তারকাই এ বছর অনন্ত যাত্রায় পাড়ি জমান।

বেশ কিছুদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অঞ্জনা রহমান। এরপর বছরের শুরুতেই ৪ জানুয়ারি সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান এই অভিনেত্রী। তার বয়স হয়েছিল ৫৯ বছর।

ঢালিউড অঙ্গনে সেই শোক কাটতে না কাটতেই এক দিন পর শোনা যায়, আরেক খ্যাতিমান অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন। তিনিও দীর্ঘ কয়েক বছর ধরে অসুস্থ ছিলেন। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।

শাকিব খানের ‘সোলজার’ সিনেমার লুক

পুরো বছর জুড়েই শোবিজ অঙ্গন যেন ঢালিউডের অপ্রতিদন্ধী অভিনেতা শাকিব খানের রাজত্বে ছিল। এ বছর দুই ঈদে মুক্তি পাওয়া ‘বরবাদ’ ও ‘তাণ্ডব’ সিনেমার দুর্দান্ত সাফল্য দিয়ে পর্দা কাপিঁয়েছেন তিনি। তবে তাকে সবচেয়ে বেশি আলোচিত করেছে তার আসন্ন সিনেমা ‘সোলজার’ এ তার অভিনব লুক।

গত অক্টোবর মাসে ‘সোলজার’র প্রথম লুকে শাকিবকে দেখা যায়, মোটা গোঁফ, চোখে তীক্ষ্ণ দৃষ্টি আর চেহারায় চিন্তার ছাপ নিয়ে আয়নায় এক রহস্য ঘেরা চাহনিতে নিজের দিকে তাকিয়ে আছে। সিনেমার ফার্স্ট লুক পোস্টার ঘিরে ভক্তদের কাছে ভিন্নভাবে আলোচনায় ছিলেন শাকিব খান। কেউ কেউ ২২ বছর আগে মুক্তি পাওয়া ‘ওরা দালাল’ সিনেমার গোঁফের সঙ্গে মেলাচ্ছেন তাকে। কেউ আবার তাকে বলিউড তারকা রণবীর কাপুরের সাথে তুলনা করছে।

তানজিন তিশার বিরুদ্ধে মামলা

একটি ফ্যাশন হাউস থেকে শাড়ি নিয়ে ব্যাপক বির্তকের মুখে পড়ে অভিনেত্রী তানজিন তিশা। গত নভেম্বর মাসে তার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা করেছে অনলাইনভিত্তিক ফ্যাশন হাউস অ্যাপোনিয়া। ফ্যাশন হাউসটি থেকে শাড়ি নিয়ে প্রচারণা করার কথা থাকলেও তা না করে যোগাযোগ বন্ধ দেন তিশা, এমনকি শাড়িটির মূল্যও পরিশোধ করেননি তিনি। শাড়িটির দাম ছিল ২৮ হাজার ৮০০ টাকা।

তানিম নূরের ‘উৎসব’ সিনেমা

এ বছর তানিম নূরের ‘উৎসব’ সিনেমা যেন নব্বই দশকের আবহকে ফের এনে দিয়েছিল দর্শকদের মাঝে। জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মানসহ একঝাঁক তারকা নিয়ে সিনেমাটি তৈরি হয়েছে।

‘উৎসব’ সিনেমার পোস্টারে লেখা ছিল এক অদ্ভূত বিধিনিষেধ যা নজর কেড়েছে সিনেমাপ্রেমীদের। লেখা ছিল, ‘পরিবার ছাড়া এই সিনেমা দেখা নিষেধ।’ এই ব্যতিক্রমী বার্তাটি দর্শকদের পরিবার নিয়ে সিনেমা হলে আসার আহ্বান জানাতে এবং পুরনো দিনের পারিবারিক বিনোদনের স্মৃতি ফিরিয়ে আনতেই দেয়া হয়েছিল।

‘চাচা, হেনা কোথায়’

এ বছর ভাইরাল হওয়া সংলাপের মধ্যে অন্যতম ছিল ‘চাচা, হেনা কোথায়’। ২৯ বছর আগে মুক্তি পাওয়া ‘প্রেমের সমাধি’ সিনেমার সংলাপ এটি। সিনেমার ভিডিও ক্লিপে দেখা যায়, সিনেমার নায়ক বকুল (বাপ্পারাজ) দীর্ঘদিন পর বাড়ি ফিরে তার প্রেমিকা হেনার (শাবনাজ) বাড়ি সাজানো দেখতে পান। তিনি হেনার বাবাকে জিজ্ঞেস করেন, ‘চাচা, বাড়িঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়?’ এ নিয়ে মজা করেই হাজার হাজার ভিডিও তৈরি হয়। এমনকি বাপ্পারাজ, শাবনাজ ও নাঈম মিলে মজা করে সংলাপটি ঘিরে ভিডিও প্রকাশ করেন।

সৃজিত-মিথিলার সম্পর্ক ভাঙনের গুঞ্জন

বছরজুড়ে আলোচনার শীর্ষে ছিল সৃজিত-মিথিলার সম্পর্ক ভাঙনের গুঞ্জন। প্রায় এক বছর ধরে জুলাই আন্দোলনের পর থেকেই মিথিলা তার স্বামীর কাছে কলকাতা যায়নি। দীর্ঘদিন একসাথে না থাকার কারণে অনুরাগীদের মনে তাদের সম্পর্ক নিয়ে শঙ্কা সৃষ্টি হয়।

এই গুঞ্জনকে আরো বাড়িয়ে তোলো সৃজিত মুখার্জী যখন সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী সুস্মিতার সঙ্গে পূজা মণ্ডপে হাসিমুখে বেশ কয়েকটি ছবি শেয়ার করেন। অন্যদিকে, এক পডকাস্টে যখন মিথিলার কাছে জানতে চাওয়া হয়, ‘সৃজিত মুখার্জি এখনও কি আপনার স্বামী।’ তার জবাবে অভিনেত্রী বলেন, “হ্যাঁ, পাসপোর্টে তার নাম আছে।’’

তার এই সংযত অথচ কৌশলী উত্তরেই নতুন করে জল্পনা ছড়ায় সৃজিত-মিথিলার সম্পর্ক ঘিরে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

nine + nineteen =