জয়া আহসান অভিনীত ‘ওসিডি’ মুক্তি পাচ্ছে 

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বহুল প্রতিক্ষীত সিনেমা ‘ওসিডি’ মুক্তির তারিখ প্রকাশ করলেন। বৃহস্পতিবার ( ১ জানুয়ারি) জয়া তার ফেসবুকে ‘ওসিডি’র পোস্টার শেয়ার করে লেখেন, ‘মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও।’

পোস্টারটিতে দেখা যায়, জয়া আহসানের গম্ভীর ও চিন্তামগ্ন মুখভঙ্গ নিয়ে হাতে গ্লাভস পড়ে কুয়াশাচ্ছন্ন গ্লাস মুছে নিজের দিকে তাকিয়ে আছেন একধরনের ভয় ও অস্বস্তি নিয়ে। একই সাথে পোস্টারে সিনেমার মুক্তির তারিখও প্রকাশিত হয়। আগামী ৬ ফেব্রুয়ারী মুক্তি পাচ্ছে সিনেমাটি।

‘ওসিডি’ সিনেমা পরিচালনা করেছেন সৌকর্য ঘোষাল। এটি মূলত সাইকোলজিক্যাল ড্রামা। সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়া। তার চরিত্রের নাম শ্বেতা। এ গল্পের শ্বেতা ‘ওসিডি’ নামক মানসিক ব্যাধিতে ভুগছেন কি না, সেই দ্বন্দ্বের মধ্য দিয়েই এগিয়ে যাবে তার চরিত্র।

‘ওসিডি’তে আরও অভিনয় করেছেন কৌশিক সেন, ফজলুর রহমান বাবু, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, শ্রেয়া ভট্টাচার্য প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছেন পূজা চট্টোপাধ্যায়। সংগীত পরিচালনায় ছিলেন মেঘ বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য, ওসিডি বা অবসেসিভ কমপালসিভ ডিজঅর্ডার একটি মানসিক ব্যাধি যা ব্যক্তির মনে বারবার অনাকাঙ্ক্ষিত ও বিরক্তিকর চিন্তা ঝেঁকে আসে এবং সেই চিন্তা থেকে সৃষ্ট উদ্বেগ কমাতে সে কিছু নির্দিষ্ট কাজ বা আচরণ করতে বাধ্য হয় যা তার দৈনন্দিন জীবনে ব্যাপক সমস্যা তৈরি করে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

12 + 2 =