‘স্পিরিট’র ফার্স্ট লুকে প্রভাস, তৃপ্তি দিমরি  

নতুন বছরের শুরুর প্রহরে ‘স্পিরিট’র প্রথম পোস্টার প্রকাশ করে ভক্তদের জন্য বিশেষ চমক আনল নির্মাতা। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সোশ্যাল মিডিয়ায় ‘স্পিরিট’র প্রথম লুক উন্মোচন করে নির্মাতা লেখেন, ‘নতুন বছরকে স্বাগত জানাই ‘স্পিরিট’র প্রথম পোস্টারের উন্মাদনা দিয়ে।’

পোস্টারে দেখা যায়, শার্টলেস অবস্থায় ক্যামেরার দিকে পিঠ দিয়ে দাঁড়িয়ে আছেন প্রভাস আর তার কাঁধ, হাত ও পিঠ জুড়ে আঘাতের চিহ্ন ও ব্যান্ডেজ। তার পরনে ছিল ঢিলেঢালা সাদা ট্রাউজার, ঠোঁটে সিগারেট, এক হাতে অ্যালকোহলের গ্লাস যা সহিংসতা ও সংঘর্ষে গড়া এক চরিত্রের ইঙ্গিত দেয়। পোস্টারে প্রভাসের দীর্ঘ চুল, ঘন দাড়ি আর গোঁফসহ লুকে দেখা যায়। সবমিলে পুরো পোস্টারের দৃশ্য দিয়েছে এক শ্বাসরুদ্ধকর দুর্দান্ত অ্যাকশনের আবহ।

আর পোস্টারে বাড়তি আকর্ষন সৃষ্টি করেছে তৃপ্তি দিমরির শান্ত, সরল অভিব্যক্তি। পোস্টারে দেখা যায়, খুব কাছে দাঁড়িয়ে আছেন তৃপ্তি হালকা রঙের শাড়িতে। শান্ত, মনোযোগী ভঙ্গিতে প্রভাসের সিগারেট জ্বালিয়ে দিচ্ছেন যা দুজনের মধ্যে নীরব কিন্তু ঘনিষ্ঠ এক মুহূর্তের ইঙ্গিত দেয়।

পোস্টারটি প্রকাশের পর ভক্তদের উত্তেজনা ভরা প্রতিক্রিয়ায় ভরে ওঠে সোশ্যাল মিডিয়া। কেউ লেখেন, ‘ভক্তদের জন্য সেরা উপহার।’ আরেকজন মন্তব্য করেন, ‘রাজা রক্তাক্ত, কিন্তু দাপুটে স্বভাব অটুট।’

উল্লেখ্য, সন্দীপ রেড্ডি তার সফল ছবি ‘অ্যানিমাল’র মতোই ‘স্পিরিট’র পোস্টারও নতুন বছরের ঠিক মধ্যরাতে প্রকাশ করে এক উন্মাদনা সৃষ্টি করে। প্রভাস ও তৃপ্তি দিম্রি ছাড়াও ছবিতে আরও অভিনয় করছেন বিবেক ওবেরয়, কাঞ্চনা ও প্রকাশ রাজ। ছবিটি এ বছর মুক্তির কথা রয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

18 + fourteen =