গত বছরের সেপ্টেম্বরেই স্ত্রী রোজা আহমেদের থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। তিনি গণমাধ্যমকে বলেছেন, গত সেপ্টেম্বরে আমি অস্ট্রেলিয়া ট্যুরে আসি। সেই ট্যুরের আগে থেকেই আমরা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছি। সেই সময় থেকেই আমি ফেসবুক ও গান থেকে দূরে রয়েছি।
গত ৪ জানুয়ারি তাহসান ও রোজা আহমেদের বিয়ের এক বছর পূর্ণ হয়। তবে তাদের কোনো বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে দেখা যায়নি। এরপর থেকেই বিভিন্ন গুঞ্জন ভাসতে থাকে। এখন এলো এই তারকার দ্বিতীয় বিয়ে ভাঙার খবর।
চার মাসের পরিচয়ে ২০২৫ সালের ৪ জানুয়ারি পারিবারিক সিদ্ধান্তে বিয়ে করেন তাহসান ও রোজা। রোজা পেশায় একজন অভিজ্ঞ মেকআপ আর্টিস্ট। বিয়ের পর সব ঠিকঠাক মনে হলেও কয়েক মাসের মাথায় তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়।
তাহসান ও রোজার চার মাসের পরিচয়। পরে তারা বিয়ের সিদ্ধান্ত নেন। বিচ্ছেদ নিয়ে তাহসান বলেন, বিচ্ছেদের ঘটনা সত্য। আমি কোনো অ্যানিভার্সারি সেলিব্রেশন করিনি। যা খবর সব ভূয়া।
এখন তাহসানের সময় কাটছে একা ট্রাভেল করে বলে জানিয়েছেন তিনি। তাহসান বলেন, আমার সময় কাটছে একা ট্রাভেল করে। ঘোরাঘুরি করছি, এই। আর এই সময়ে আমার সঙ্গী বই। ঘুরছি আর বই পড়েই সময় চলে যাচ্ছে।
কেন বিচ্ছেদ হলো এ প্রসঙ্গে বেশিকিছু বলতে চাননি তিনি। ‘সেটা অনেক বড় প্রসঙ্গ’ জানিয়ে বিস্তারিত পরে বলবেন, জানান এই সংগীতশিল্পী। সেই সঙ্গে জীবনের এই কঠিন সময় দ্রুত যেন পার করতে পারেন এজন্য সবার দোয়াও চেয়েছেন তাহসান।
এর আগে ২০০৬ সালের ৩ আগস্ট অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান। প্রায় ১১ বছরের সেই সংসারের ইতি ঘটে ২০১৭ সালে।