৮৩তম গোল্ডেন গ্লোবস জিতলেন যারা

গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ৮৩তম আসরে সর্বাধিক চারটি পুরস্কার জিতলো হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা চলচ্চিত্র (মিউজিক্যাল অথবা কমেডি) স্বীকৃতি পেয়েছে এটি।

এতে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী হয়েছেন টিয়ানা টেলর। ছবিটির সুবাদে সেরা পরিচালক ও সেরা চিত্রনাট্যকারের পুরস্কার দুটি পেয়েছেন পল থমাস অ্যান্ডারসন।

সেরা চলচ্চিত্র (ড্রামা) হয়েছে উইলিয়াম শেক্সপিয়রের পরিবারের ঘটনা অবলম্বনে নির্মিত ‘হ্যামনেট’। এতে শেক্সপিয়রের স্ত্রীর চরিত্রের জন্য সেরা অভিনেত্রী (ড্রামা) হয়েছেন জেসি বাকলি।

ডিক্যাপ্রিওকে হটিয়ে সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি) হয়েছেন টিমোতি শালামে (মার্টি সুপ্রিম)। সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি) স্বীকৃতি পেয়েছেন রোজ বার্ন (ইফ আই হ্যাড লেগস আই উড কিক ইউ)। সেরা সহ-অভিনেতার পুরস্কার জিতেছেন স্টেলান স্কর্সগার্ড (সেন্টিমেন্টাল ভ্যালু)।

সেরা অ-ইংরেজি ভাষার চলচ্চিত্র হয়েছে ব্রাজিলের ‘দ্য সিক্রেট এজেন্ট’। ছবিটির সুবাদে সেরা অভিনেতা (ড্রামা) হয়েছেন ব্রাজিলিয়ান তারকা ভেগনার মোরা।

সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র হয়েছে নেটফ্লিক্সের ‘কেপপ ডিমন হান্টার্স’। ছবিটিতে ব্যবহৃত ‘গোল্ডেন’ জিতেছে সেরা মৌলিক গানের পুরস্কার।

রবিবার (১১ জানুয়ারি) বিকেল ৫টা (বাংলাদেশ সময় সোমবার সকাল ৭টা) থেকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বেভারলি হিলটন হোটেলে এবারের আসরের ২৮টি বিভাগে পুরস্কার বিতরণ করা হয়। এবার নতুন যুক্ত হয়েছে ‘সেরা পডকাস্ট’ বিভাগ। আমেরিকান স্ট্যান্ড-আপ কমেডিয়ান নিকি গ্লেজার টানা দ্বিতীয়বারের মতো গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস সঞ্চালনা করেছেন।

১৯৪৪ সাল থেকে আমেরিকাসহ বিভিন্ন দেশের টেলিভিশন ও সিনেমার মধ্যে সেরা কাজগুলোকে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস দেওয়া হচ্ছে। আমেরিকাসহ বিভিন্ন দেশে ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ও টেলিভিশনের সেরা কাজগুলোকে বিবেচনা করা হয়েছে ৮৩তম আসরে।

মনোনয়ন তালিকা ও বিজয়ী নির্বাচনে ভোট দিয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের ৩৯৯ জন সাংবাদিক। তাদের মধ্যে আছেন বাংলাদেশের পাঁচ জন। তারা হলেন বাংলা ট্রিবিউন-এর জনি হক, ঢাকা ট্রিবিউন-এর সাদিয়া খালিদ ঋতি, প্রথম আলো’র মনজুরুল আলম, চরকি’র আদর রহমান ও ৭১ টিভির পার্থ সনজয়। আমেরিকান অডিট, ট্যাক্স ও পরামর্শদাতা সংস্থা কেপিএমজি ভোট তালিকাভুক্তির দায়িত্ব পালন করেছে।

৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের পুরো বিজয়ী তালিকা

চলচ্চিত্র শাখা

সেরা চলচ্চিত্র (ড্রামা): হ্যামনেট (ফোকাস ফিচার্স)

সেরা অভিনেতা (ড্রামা): ভেগনার মোরা (দ্য সিক্রেট এজেন্ট)

সেরা অভিনেত্রী (ড্রামা): জেসি বাকলি (হ্যামনেট)

সেরা চলচ্চিত্র (মিউজিক্যাল অথবা কমেডি): ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার (ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স)

সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি): টিমোতি শালামে (মার্টি সুপ্রিম)

সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি): রোজ বার্ন (ইফ আই হ্যাড লেগস আই উড কিক ইউ)

সেরা সহ-অভিনেতা: স্টেলান স্কর্সগার্ড (সেন্টিমেন্টাল ভ্যালু)

সেরা সহ-অভিনেত্রী: টিয়ানা টেলর (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)

সেরা পরিচালক: পল থমাস অ্যান্ডারসন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)

সেরা চিত্রনাট্যকার: পল থমাস অ্যান্ডারসন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)

সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র: কেপপ ডিমন হান্টার্স (নেটফ্লিক্স)

সেরা অ-ইংরেজি ভাষার চলচ্চিত্র: দ্য সিক্রেট এজেন্ট (ব্রাজিল)

সেরা মৌলিক সুর সংযোজন: লুদভিগ ইয়োরানসন (সিনার্স)

সেরা মৌলিক গান: গোল্ডেন (কেপপ ডেমন হান্টার্স; জুং জিউ কোয়াক, ইয়ু হান লি, হি ডং নাম, জিয়ং হুন সিও, পার্ক হং জুন, ইজেই, মার্ক সনেনব্লিক)

সিনেম্যাটিক অ্যান্ড বক্স অফিস অ্যাচিভমেন্ট: সিনার্স (ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স)

সেসিল বি. ডিমিল অ্যাওয়ার্ড (আজীবন সম্মাননা): হ্যারিসন ফোর্ড

টেলিভিশন শাখা

সেরা টিভি সিরিজ (ড্রামা): দ্য পিট (এইচবিও ম্যাক্স)

সেরা অভিনেতা (ড্রামা সিরিজ): নোয়া ওয়াইল (দ্য পিট)

সেরা অভিনেত্রী (ড্রামা সিরিজ): রিয়া সিহর্ন (প্লুরিবাস)

সেরা টিভি সিরিজ (মিউজিক্যাল অথবা কমেডি): দ্য স্টুডিও (অ্যাপল টিভি)

সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি সিরিজ): সেথ রোগেন (দ্য স্টুডিও)

সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি সিরিজ): জিন স্মার্ট (হ্যাকস)

সেরা লিমিটেড সিরিজ অথবা টিভি মুভি: অ্যাডোলেসেন্স (নেটফ্লিক্স)

সেরা অভিনেতা (লিমিটেড সিরিজ, অ্যান্থলজি সিরিজ অথবা টিভি মুভি): স্টিফেন গ্রাহাম (অ্যাডোলেসেন্স)

সেরা অভিনেত্রী (লিমিটেড সিরিজ, অ্যান্থলজি সিরিজ অথবা টিভি মুভি): মিশেল উইলিয়ামস (ডায়িং ফর সেক্স)

সেরা টিভি সহ-অভিনেতা: ওয়েন কুপার (অ্যাডোলেসেন্স)

সেরা টিভি সহ-অভিনেত্রী: এরিন ডোহার্টি (অ্যাডোলেসেন্স)

সেরা স্ট্যান্ড-আপ কমেডি পারফরম্যান্স: রিকি জার্ভে: মর্টালিটি (নেটফ্লিক্স)

সেরা পডকাস্ট: গুড হ্যাং উইথ অ্যামি পোয়েলার (স্পটিফাই)

ক্যারল বার্নেট অ্যাওয়ার্ড (আজীবন সম্মাননা): সারাহ জেসিকা পার্কার

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

8 − seven =