বাংলা চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় নায়িকা জয়শ্রী কবির মারা গেছেন। সোমবার (১২ জানুয়ারি) লন্ডনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন তার ভাগ্নে জাভেদ মাহমুদ। তিনি জানান, ‘জয়শ্রী কবির দীর্ঘদিন ধরেই লন্ডনে অসুস্থ ছিলেন এবং সেখানেই তার মৃত্যু হয়।’
১৯৬৮ সালে ‘মিস ক্যালকাটা’ খেতাব অর্জনের মাধ্যমে আলোচনায় আসেন জয়শ্রী কবির। পরবর্তীতে বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয় করে তিনি বিপুল জনপ্রিয়তা লাভ করেন।
প্রিয়া ফিল্মসের নিবেদনে সুনীল গঙ্গোপাধ্যায়ের মূল গল্প অবলম্বনে নির্মিত সত্যজিৎ রায়ের ‘প্রতিদ্বন্দ্বী’ সিনেমার মাধ্যমে তার অভিনয় যাত্রা শুরু হয়। এরপর বাংলাদেশের খ্যাতিমান পরিচালক আলমগীর কবিরের একাধিক ছবিতে নায়িকা চরিত্রে অভিনয় করেন তিনি। এসব ছবির মধ্যে রয়েছে – ‘সীমানা পেরিয়ে’, ‘রূপালী সৈকতে’, ‘সূর্য কন্যা’ ও ‘মোহনা’।
চলচ্চিত্র জগতের জনপ্রিয় এই নায়িকা দীর্ঘদিন ধরে লন্ডনে বসবাস করছিলেন। সেখানে তিনি একটি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যের শিক্ষক হিসেবেও দীর্ঘ সময় দায়িত্ব পালন করেন।
প্রায় এক দশক আগে জয়শ্রী কবির শেষবারের মতো ঢাকায় এসেছিলেন। এরপর আর তাকে দেশে দেখা যায়নি। তার একমাত্র সন্তান লেনিনকে নিয়ে বেশ ভালোই ছিলেন জয়শ্রী।
কয়েক বছর আগে একটি অনুষ্ঠানে নির্মাতা ও অভিনেতা তৌকীর আহমেদের সঙ্গে জয়শ্রী কবিরের দেখা হয়। সেই অনুষ্ঠানে তিনি বলেছিলেন, ‘বাংলাদেশের চলচ্চিত্র পরিবারকে তিনি ভীষণভাবে মিস করেন। তবে সবচেয়ে বেশি মিস করেন প্রয়াত নায়ক বুলবুল আহমেদকে যার সঙ্গে তিনি সবচেয়ে বেশি সিনেমায় অভিনয় করেছেন।’
জয়শ্রী কবির ও বুলবুল আহমেদ জুটির সবচেয়ে জনপ্রিয় ছবি হচ্ছে ‘সীমানা পেরিয়ে’। এই ছবির গান ‘বিমূর্ত এই রাত্রি আমার মৌনতারই সুতোয় বোনা একটি রঙিন চাদর’ আজও দর্শক-শ্রোতাদের কাছে সমান জনপ্রিয়। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে জয়শ্রী কবির এক স্মরণীয় নাম হয়ে থাকবেন।