বাংলাদেশের টি২০ বিশ্বকাপ বর্জন আত্মঘাতী হবে

বাংলাদেশের স্বার্থেই টি২০ বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ জটিলতা সংশ্লিষ্ট সকল পক্ষের জন্য সম্মানজনক সমাধান প্রয়োজন। স্মরণে রাখতে হবে বাংলাদেশ ক্রিকেট কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্ঠিত পরাশক্তি হয়ে উঠেনি। দেশের ঘরোয়া ক্রিকেট সংস্কার এবং উন্নয়নে এখনো প্রতিটি পর্যায়ে আইসিসির সর্বাত্মক সহায়তা অত্যাবশ্যক।

মোস্তাফিজুর রহমানকে অন্যায়ভাবে আইপিএল থেকে ছেঁটে ফেলা বিষয়ে বাংলাদেশের সমুচিত বিশ্ব ক্রিকেট অঙ্গনে আলোচনার ঝড় তুলেছে। ক্রিকেটের বিশ্বসংস্থা আইসিসি বিষয়টি যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে ভারতে বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে বিস্তারিত ঝুঁকি বিশ্লেষণ করেছে। নানা বিকল্প নিয়ে আলোচনা চলছে।

বাংলাদেশ যদি ভারতেই খেলবো না বলে গোঁ ধরে বসে থাকে তাহলে সঙ্কটের সমাধান হবে না। আইসিসির তরফ থেকে সমস্যা সমাধানের চেষ্টার কোনো ত্রুটি রাখা হচ্ছে না। দুইজন আইসিসি প্রতিনিধি ঢাকায় আসছেন সঙ্কট সমাধানের চেষ্টায় বিসিবি এবং বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করতে।

হতে পারে বাংলাদেশের গ্রূপ পর্যায়ের খেলাগুলো শ্রীলংকায় স্থানান্তর হবে। হতে পারে বাংলাদেশের খেলাগুলো কলকাতা এবং মুম্বাই থেকে সরিয়ে চেন্নাই এবং কেরালায় সরিয়ে সর্বোচ্চ রাষ্ট্রীয় নিরাপত্তার নিশ্চয়তা দেয়া হবে। দেখা যাক কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়।

আমি কিন্তু বাংলাদেশ ক্রিকেটের বৃহত্তর স্বার্থে বাংলাদেশ বিশ্বকাপ খেলুক তা চাই। বাংলাদেশের মতো দেশ বিশ্বকাপ বর্জন আত্মঘাতী হবে। বিসিবির মতো স্বায়ত্তশাসিত সংস্থার কাজে সরকার যথেষ্ট নাক গলিয়েছে। আইসিসির আন্তরিক প্রচেষ্টা বার্থ হলে বাংলাদেশ সহানুভূতি হারাবে। এমনকি আইসিসি বাংলাদেশ ক্রিকেটকে সাময়িক নিষেধাজ্ঞা দিলেও অবাক হবো না।

আমি বিসিবি, বাংলাদেশ সরকার এবং ক্রিকেট সমাজকে সুবিবেচকের পরিচয় দিতে অনুরোধ করছি। বাস্তবতার কঠিন জমিনে দাঁড়িয়ে ভাবাবেগতাড়িত সিদ্ধান্ত মঙ্গল ডেকে আনবে না।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

11 − five =