শাহরুখকে ‘ডন ৩’ সিনেমায় দেখা যাবে!

একের পর এক বিতর্কের মধ্যেই জোর গুঞ্জন চলছে ডনের চরিত্রে নাকি আবারও ফিরতে পারেন শাহরুখ খান। ফারহান আখতারের বহুল প্রতীক্ষিত ছবি ‘ডন ৩’র কাস্টিং ঘিরে জল্পনা যেন থামছেই না।

প্রথম দুই কিস্তিতে শাহরুখ খান অভিনীত আইকনিক চরিত্র ‘ডন’ দর্শকমনে গভীর ছাপ ফেলেছিল। তবে তৃতীয় কিস্তিতে রণবীর সিংয়ের অভিনয়ের কথা থাকলেও শেষ মুহূর্তে তিনি সরে দাড়ান।

ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী, শাহরুখ খান ছবিতে ফিরতে আগ্রহী হলেও একটি শর্ত রেখেছেন।

জানা গেছে, ‘জাওয়ান’র পরিচালক অ্যাটলি যদি ‘ডন ৩’র সঙ্গে যুক্ত হন তবেই শাহরুখ এই ছবিতে কাজ করতে রাজি হবেন। যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত নির্মাতাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

এর আগে রণবীর সিংয়ের বিপরীতে ছবির প্রধান নারী চরিত্রে কিয়ারা আদভানির নাম শোনা গিয়েছিল। পরে জানা যায়, কিয়ারাও এই প্রকল্প থেকে সরে দাঁড়িয়েছেন। তার জায়গায় এবার শোনা যাচ্ছে কৃতি শ্যাননের নাম।

এদিকে ছবির খলনায়ক নির্বাচন নিয়েও চলছে জল্পনা। শোনা গেছে বিক্রান্ত ম্যাসি ও বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে যোগাযোগ করা হলেও দুজনই নাকি প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন।

১৯৭৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘ডন’ ছবিতে প্রথম অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন। এরপর ২০০৬ সালে ‘ডন: দ্য চেজ বিগিনস এগেইন’ এবং ২০১১ সালে ‘ডন ২: দ্য কিং ইজ ব্যাক’-এ একই চরিত্রে অভিনয় করেন শাহরুখ খান। দুই ছবিরই পরিচালক ছিলেন ফারহান আখতার।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

eleven − 9 =