বাংলাদেশ পথমূকাভিনয় পরিষদের জাতীয় কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। চেয়ারপারসন রিজোয়ান রাজনের নেতৃত্বে সভায় দেশের ১৫টি দলের প্রতিনিধি অংশ নিয়ে তাদের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করে।
শনিবার (১৭ জানুয়ারি) সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
পথমূকাভিনয় পরিষদের চেয়ারপারসন রিজোয়ান রাজনের সভাপতিত্বে ১৫টি দলের প্রতিনিধি ও পর্যবেক্ষকদের উপস্থিতিতে কাউন্সিল অধিবেশনের প্রথম পর্বে দলগুলোর প্রতিনিধিরা নিজ নিজ দলের কার্যক্রম ও পরিকল্পনা তুলে ধরেন। শুরুতে পরিষদের ভাইস চেয়ারপারসন আসবাবীর রাফসান সব দলের প্রতিনিধি ও পর্যবেক্ষককে উত্তরীয় ও শুভেচ্ছা স্মারক দেন।
দ্বিতীয় পর্বে কাউন্সিলরদের সাথে আলোচনা সাপেক্ষে বিশিষ্ট নাট্যজন শাহজাহান শোভন ও মূকাভিনয়শিল্পী মেজবাহ চৌধুরী যৌথভাব ১১সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন। কমিটিতে সম্মানিত চেয়ারম্যান রিজোয়ান রাজন, কার্যকরী চেয়ারম্যান আসবাবীর রাফসান, ভাইস চেয়ারম্যান শাকুর শাহরিয়ার, সেক্রেটারি জেনারেল ইমতিয়াজ ত্বকী, জয়েন্ট সেক্রেটারি জেনারেল উজ্জ্বল উচ্ছ্বাস, সাংগঠনিক সম্পাদক রবিউল রবি, কোষাধ্যক্ষ নাদিম মোড়ল এবং তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক শামীম শেখ মনোনীত হয়েছেন।
কার্যকরী সদস্যরা হলেন শিশির রহমান, প্রদীপ আচার্য্য ও মেহেদী হাসান সোহেল।
কমিটি ঘোষণার পর সদস্যরা ফটোসেশনে অংশ নেন এবং আসবাবীর রাফসান পরিষদের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, পরিষদভুক্ত দলগুলো হল প্যান্টোমাইম মুভমেন্ট, সাইলেন্ট থিয়েটার, পুরান, মাইমো টেলস, মাইম ফর চিলড্রেন, মুক্তমঞ্চ নির্বাক দল, নাট্যভূমি, প্রদীপ্ত প্যান্টোমাইম, নাট্যতরী, মাইম ফেইস, মৌন মাইম, বাংলার মুখ প্যান্টোমাইম, নওগাঁ মাইম থিয়েটার, মুক্তবিহঙ্গ ও থিয়েটার সার্কেল মাইম ট্রুপ।