‘রাক্ষস’ সিনেমা দিয়ে অভিষেক হচ্ছে সাদনিমার

প্রথমবারের মতো বড় পর্দায় অভিনয় করতে দেখা যাবে ‘লিটল মিস ক্যাওস’ ওয়েব ফিল্ম দিয়ে প্রশংসা কুড়ানো ছোট পর্দার অভিনেত্রী সাদনিমা বিনতে নোমানকে। ‘রাক্ষস’ সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে। ‘রাক্ষস’ আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

কিছুদিন আগেই শ্রীলঙ্কায় নিজের অংশের শ্যুটিং শেষ করে দেশে ফিরেছেন সাদনিমা। তবে বিষয়টি নিয়ে পরিচালক বা তার টিম এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।বর্তমানে পুরোদমে চলছে এই সিনেমার দৃশ্যধারণের কাজ।চলতি মাসের শুরুতেই শ্রীলঙ্কায় পাড়ি জমিয়েছে সিনেমাটির শ্যুটিং ইউনিট।

ঘনিষ্ঠ সূত্রে আরো জানা গেছে, শ্রীলঙ্কায় ড্রামা অংশের দৃশ্যধারণের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ অ্যাকশন দৃশ্যের শ্যুটিংও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বাকি কিছু দৃশ্যের শ্যুটিং শেষে আগামী ৩০ জানুয়ারি পুরো টিমের দেশে ফেরার কথা রয়েছে।

রোমান্টিক-অ্যাকশন ঘরানার এই সিনেমাটি পরিচালনা করেছেন ‘বরবাদ’ খ্যাত নির্মাতা মেহেদি হাসান হৃদয়। এ সিনেমাটিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন সিয়াম আহমেদ ও কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

six − 5 =