‘পুলসিরাত’ সিনেমায় জুটি বাঁধছেন নিশো-মেহজাবীন

সাসপেন্স-থ্রিলার ঘরানার ‘পুলসিরাত’ সিনেমায় অভিনয় করবেন ছোট পর্দার জনপ্রিয় জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। ছবিটি পরিচালনা করবেন নির্মাতা ভিকি জাহেদ।

জানা গেছে, সিনেমাটির প্রাথমিক প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে ছবিটির কাস্ট, গল্প ও শুটিং সংক্রান্ত বিস্তারিত ঘোষণা করা হবে।

পর্দায় তাদের রসায়ন বরাবরই মুগ্ধ করেছে দর্শকদের। একাধিক নাটক ও ওয়েবফিল্মে অভিনয় করলেও এতদিন সিনেমায় তাদের একসঙ্গে দেখা যায়নি। দুজনেই আলাদাভাবে বড় পর্দায় অভিষেক করলেও একসঙ্গে এই প্রথম কোনো সিনেমায় দেখা যাবে তাদের।

বর্তমানে আফরান নিশো ব্যস্ত সময় পার করছেন সিনেমার কাজ নিয়ে। সম্প্রতি তিনি রেদওয়ান রনি পরিচালিত সিনেমা ‘দম’র শ্যুটিং শেষ করেছেন। অন্যদিকে, মেহজাবীন চৌধুরী কাজ করছেন ‘ক্যাকটাস’ নামের একটি ওয়েব সিরিজে যেখানে তার বিপরীতে অভিনয় করছেন সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

19 − two =