হঠাৎ বিশ্বকাপে ডাক পেয়ে অস্বস্তিতে স্কটিশ ক্রিকেট

বিশ্বকাপ মানেই দীর্ঘ প্রস্তুতি, স্পন্সরশিপ, নতুন জার্সি আর বিশাল ব্যবস্থাপনা। কিন্তু স্কটল্যান্ডের ক্ষেত্রে ছবিটা একেবারেই উল্টো। বাংলাদেশের জায়গায় শেষ মুহূর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার আমন্ত্রণ পেয়েই যেন বাস্তবতার ধাক্কা খেয়েছে স্কটিশ ক্রিকেট! খবর বার্তা২৪.কম

হাতে সময় মাত্র দুই সপ্তাহ, অথচ নেই কোনো স্পনসর, নেই বিশ্বকাপের জন্য আলাদা জার্সি। এমন অবস্থায় বিশ্বকাপে নামার প্রস্তুতি নিতে গিয়ে কার্যত রাতের ঘুম হারাম হয়ে গেছে ক্রিকেট স্কটল্যান্ডের কর্তাদের।

আইসিসির চিফ এক্সিকিউটিভ সঞ্জয় গুপ্ত প্রতিযোগিতা শুরুর প্রায় দুই সপ্তাহ আগে ক্রিকেট স্কটল্যান্ডের সঙ্গে যোগাযোগ করেন। তখনই জানা যায়, বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে খেলতে হবে স্কটল্যান্ডকে। এই খবর যতটা রোমাঞ্চের, তার চেয়ে বেশি অস্বস্তির। কারণ বিশ্বকাপ খেলার পরিকল্পনাই ছিল না বলে কোনো আর্থিক বা লজিস্টিক প্রস্তুতি নেয়নি সংস্থাটি। স্কটল্যান্ডের সপ্তম বিশ্বকাপ হলেও এবারের অংশগ্রহণ একেবারেই ব্যতিক্রমী পরিস্থিতির ফল।

ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডব্লেডের কথায় স্পষ্ট সেই চাপ। তিনি স্বীকার করেছেন, এত অল্প সময়ের মধ্যে স্পনসর পাওয়া বা নতুন জার্সি তৈরি করা কঠিন। এমনও হতে পারে, বিশ্বকাপে খেলোয়াড়দের সারা বছর ব্যবহৃত জার্সিতেই মাঠে নামতে হবে। তার ভাষায়, যদি সময়ের মধ্যে বিশ্বকাপের জার্সি পাওয়া যায়, সেটাই হবে বাড়তি প্রাপ্তি।

স্কটল্যান্ডের ক্রিকেট কাঠামোর সীমাবদ্ধতাও এই সংকটকে আরও প্রকট করে তুলেছে। কোচ, কর্তা ও কর্মী মিলিয়ে পুরো সংস্থাটি চলে মাত্র ৩০ জনের কিছু বেশি মানুষের ওপর নির্ভর করে। একই সময়ে অনূর্ধ্ব-১৯ দল বিশ্বকাপ খেলছে, নারী দল নেপাল সফরে আছে এবং তারা আবার টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জনের লড়াইয়ে। এর মধ্যেই পুরুষদের বিশ্বকাপের দায়িত্ব এসে পড়ায় চাপ বহুগুণ বেড়ে গেছে।

লিন্ডব্লেড স্পষ্ট করে জানিয়েছেন, এভাবে আমন্ত্রণ পেয়ে বিশ্বকাপ খেলতে চায় না কোনো দলই। নির্দিষ্ট বাছাই প্রক্রিয়ার মাধ্যমেই অংশগ্রহণ হওয়া উচিত। তবু এই সুযোগ এসেছে ব্যতিক্রমী পরিস্থিতিতে, আর সেটাকে কাজে লাগাতে চায় স্কটল্যান্ড।

বাংলাদেশের ক্রিকেটারদের জন্য সহানুভূতি প্রকাশ করলেও স্কটিশ কর্তারা বিশ্বাস করেন, র‍্যাঙ্কিংয়ে ১৪ নম্বরে থাকা দলটি মোটেও দুর্বল নয়। খেলোয়াড়েরা সারা বছর প্রতিযোগিতামূলক ক্রিকেটে থাকেন, সেই অভিজ্ঞতার ওপর ভর করেই অপ্রস্তুতির মাঝেও বিশ্বকাপে লড়াই করতে চায় স্কটল্যান্ড!

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

3 × 2 =