করোনা শনাক্ত হার ৫.৫৩ শতাংশ

দেশে গত ২৪ ঘণ্টায় তার আগের একই সময়ের তুলনায় করোনায় নতুন শনাক্ত ও মৃত্যু বেড়েছে। তবে সামান্য কমেছে শনাক্তের হার। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় (২৩ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে ২৪ ফেব্রুয়ারি সকাল ৮টা) করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ৫১৬ জন ও মারা গেছেন ১০ জন। মারা যাওয়া ১০ জনকে নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ছাড়িয়ে গেলো।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া এক হাজার ৫১৬ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হলেন ১৯ লাখ ৩৯ হাজার ৬৫১ জন। আর ১০ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সরকারি হিসাবে মারা গেছেন মোট ২৯ হাজার পাঁচ জন।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২৭ হাজার ৩৫০টি, আর পরীক্ষা হয়েছে ২৭ হাজার ৪৩৪টি। করোনা শনাক্ত হার ৫.৫৩ শতাংশ

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০ জনের মধ্যে পুরুষ আট জন, আর নারী দুই জন। তাদের নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৫২৩ জন, আর নারী ১০ হাজার ৪৮২ জন। ১০ জনের মধ্যে বয়স বিবেচনায় বেশি মৃত্যু হয়েছে ৬১ থেকে ৭০ বছরের মধ্যে পাঁচ জন। ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুই জন, আর ৩১ থেকে ৬০ বছরের মধ্যে মৃত্যু হয়েছে তিন জনের।

বাংলা ট্রিবিউন

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

three × 2 =