কবীর সুমন ইউক্রেনের জন্য গান লিখলেন

বরাবরই মানবতার প্রশ্নে কলম ও গিটার হাতে তুলে নিয়েছেন, বিষয়ভিত্তিক বাংলা গানের পুরোধা কবীর সুমন। এবার লিখলেন যুদ্ধাক্রান্ত ইউক্রেনের জন্য গান। তবে তা হিন্দিতে তুলে ধরতে দায়িত্ব দিয়েছেন তার ছেলে অনির্বাণ সাধুকে।

বিষয়টি জানিয়ে এই সংগীতশিল্পী বলেন, ‌‌‌‌‘আমার ছেলে অনির্বাণ সাধুর দাবিতে, ইউক্রেনের এক ঘটনার খবরের ভিত্তিতে গানটি লিখলাম। সুর দেবো, যাতে অনির্বাণ আর ইরফান হিন্দিতে রূপান্তর করতে পারেন।’

গানের কথাগুলো এমন- কেউ তোলে বন্দুক কেউ দেয় ফুল/ যাকে ফুল দেয় তার ট্রিগারে আঙুল/ কেউ করে বেদখল কেউ করে ঘর/ ফ্যাসিস্ট দখল করে আমার শহর/ কেউ বলে হাত তোলো কেউ ধরে হাত/ দখল করে কি কারও খুলেছে বরাত/ বরং ফুলের বীজ মাটিতে ছড়াও/ যুদ্ধ না হয় যেন আর একটাও।

সুমন জানান, শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালেই গানটি লিখেছেন তিনি। সম্প্রতি একুশে ফেব্রুয়ারি স্মরণে গানও লিখেছেন কবীর সুমন। শিরোনাম ‘একুশে ফেব্রুয়ারির ডাক’। যা গেয়েছেন আসিফ আকবর।

বাংলা ট্রিবিউন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

fourteen + 5 =