‘মুম্বাই শর্টস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এ সেরা অভিনেত্রী সামিয়া অথৈ

সম্প্রতি ভারতে অনুষ্ঠিত ‘মুম্বাই শর্টস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘প্রেম পুরাণ’র জন্য সেরা অভিনেত্রীর খেতাব জিতেছেন সামিয়া অথৈ। একইসঙ্গে ‘চট্টগ্রাম ফিল্ম ফেস্টিভ্যাল’-এও সেরা অভিনেত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি।

এই নিয়ে উচ্ছ্বসিত সামিয়া অথৈ বলেন, ‘স্বল্পদৈর্ঘ্যটির গল্প গড়ে ওঠেছে একটি সত্য ঘটনা অবলম্বনে। নির্মাতা দারুণভাবে গল্পটা তুলে ধরেছেন। কাজটি করতে গিয়ে যতটুকু কষ্ট করার দরকার ছিল, করেছি। কিন্তু সেরা অভিনেত্রী হবো আগে সেটা ভাবিনি। যখন আমাকে স্বল্পদৈর্ঘ্যটির পরিচালক জাহিদ গগণ ভাই সেরা অভিনেত্রী হওয়ার সার্টিফিকেট পাঠালেন, তখন অন্যরকম একটা ভালোলাগা কাজ করেছিল। ’

২০১৮ সালে লাক্স সুপারস্টার প্রতিযোগিতায়ও অংশ নিয়েছিলেন তিনি। হয়েছেন দ্বিতীয় রানারআপ। এরপর নাচ থেকে পুরোদমে অভিনয়ে মনোযোগী হন সামিয়া অথৈ। তবে এখন তাকে কম কাজ করতে দেখা যায়। এর ব্যাখ্যা অবশ্য নিজেই দিলেন অভিনেত্রী, ‘আসলে আমি এখন মানসম্মত কাজের দিকে মনোযোগ দিয়েছি। চাইলে নিয়মিত কাজ করতে পারি, প্রতিদিন শুটিং করতে পারি। কিন্তু এতে কাজের মান ধরে রাখা সম্ভব হবে না। সেজন্যই মূলত গল্প বেছে কাজ করি। আর আমি বিশ্বাস করি মানসম্মত কাজ করলে স্বীকৃতি একদিন না একদিন আসবেই।’

অভিনেত্রীর কথায়, ‘নায়িকাই হতে হবে এমন জেদ আমার মধ্যে নেই। আমি চাই যে চরিত্রটা আমাকে দেওয়া হবে সেটাকে একেবারে পারফেক্ট করে পর্দায় তুলে ধরতে। চরিত্রটি যখন আমি ঠিকঠাক করতে পারবো, তখনই আমি তৃপ্ত হবো।’

ভোলার মেয়ে সামিয়া অথৈ ২০২১ সালে ইংরেজিতে স্নাতক সম্পন্ন করেছেন। অভিনয় নিয়ে তার অনেক দূর যাওয়ার স্বপ্ন। তবে কাজের পাশাপাশি স্নাতকোত্তরটাও করে ফেলার ইচ্ছে রয়েছে। রায়হান রাফি পরিচালিত ‘দামাল’ সিনেমায় অভিনয় করেছেন সামিয়া। চলতি বছর এই সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটবে তার।

বাংলানিউজ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

nine + five =