৫ মার্চ ‘আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব বাংলাদেশ’ শুরু হচ্ছে

আগামী ৫ মার্চ থেকে ১১ মার্চ পর্যন্ত চলবে ‘আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব বাংলাদেশ’-এর ১৫তম আসর। ঢাকার আগারগাঁও বাংলাদেশ ফিল্ম আর্কাইভে অনুষ্ঠিত হবে আয়োজনটি। বৃহস্পতিবার (৩ মার্চ) ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজে এক সাংবাদিক সম্মেলনে জানান উৎসব পরিচালক শাহরিয়ার আল মামুন। এ সময় বক্তব্য রাখেন চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক মুনিরা মোরশেদ মুননী, উৎসব কর্মকর্তা মুঈদ হাসান তড়িৎ ও আলিয়ঁস্ ফ্রঁসেজে এর পরিচালক ফ্রঁসোয়া ঘ্রোঁজ।

‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’ স্লোগানে অনুষ্ঠিতব্য উৎসবটি নিয়ে মুনিরা মোরশেদ মুননী বলেন, ‘অন্যান্য উৎসবে নির্মাতাদের তৈরি চলচ্চিত্র দেখানো হয় আর আমরা চলচ্চিত্র নির্মাতা তৈরি করি। যারা আগে আমাদের চলচ্চিত্র উৎসবের সাথে জড়িত ছিল, তারা অনেকেই এখন খুব ভালো নির্মাতা হয়ে গেছে, এই উৎসবের মধ্যে দিয়ে যারা বড় হয়েছে তারাই এই উৎসবের আয়োজনে পেছন থেকে শিশু-কিশোরদের শক্তি যোগাচ্ছে।’

উৎসব পরিচালক শাহরিয়ার আল মামুন বলেন, ‘প্রতি বছর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে আমরা অনুদান পাই। আশার কথা হচ্ছে যে, এবার সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কন্ট্রোলার অফ সার্টিফাইং অথরিটিজ (সিসিএ) সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আমাদের সহ আয়োজক হিসেবে। ঢাকা ছাড়াও অন্যান্য বিভাগীয় শহরে আমরা এবার উৎসব আয়োজন করতে যাচ্ছি। দেশের ৮টি বিভাগে মার্চ মাস জুড়েই এ উৎসব অনুষ্ঠিত হবে।’

আয়োজকরা জানান, বাংলাদেশ ফিল্ম আর্কাইভে উদ্বোধনী দিন ছাড়া প্রতিদিন সকাল ১১টা, দুপুর ২টা, বিকেল ৪টা ও সন্ধ্যা ৬টায়, মোট ৪টি প্রদর্শনী হবে। করোনা পরিস্থিতি বিবেচনায় এবারের উৎসবে ১টি ভেন্যুতে প্রায় ৩৮টি দেশের ১১৭টি শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হবে। উৎসবের সকল প্রদর্শনী অভিভাবক, শিশু-কিশোরসহ সবার জন্য উন্মুক্ত।

ঢাকা পোস্ট

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

17 − twelve =