ইরানি সিনেমা ‘কিংসলেয়ার’এবার বাংলা ভাষার দর্শকদের জন্য উন্মুক্ত হচ্ছে বিশ্বজুড়ে, ওটিটি প্ল্যাটফর্ম চরকির মাধ্যমে। এমনটাই নিশ্চিত করেন প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি। ৯ জুন রাত ৮টায় মুক্তি পাচ্ছে ৮১ মিনিটের এই আলোচিত সিনেমাটি।
একটি বদ্ধ হোটেল। তুষার ঝড়ে সেখানে আটকে আছে কিছু জীবিত মানুষ আর একটি মৃতদেহ। আর এই হোটেলে থাকা সবাইকে দায়ী করা হয় এই খুনের জন্য। সবাই লড়তে থাকে তাদের নিজেদেরকে নির্দোষ প্রমাণ করতে এবং বন্দীদশা থেকে মুক্তির জন্য। এখান থেকেই শুরু হয় ইরানি সিনেমা ‘কিংসলেয়ার’র শ্বাসরুদ্ধকর গল্প।
মাহনাজ আফসার, হাদি হেজাজিফার, মাজিদ সালেহিসহ আরও অনেক অভিনয়শিল্পীর দেখা মিলবে এই সিনেমায়। ‘কিংসলেয়ার’ একটি ইরানী ভাষায় নির্মিত ভিন্নধর্মী চলচ্চিত্র। মিস্ট্রি আর থ্রিলারের মিশেলে দর্শকরা একটি ভিন্নধর্মী অভিজ্ঞতা পাবে।
‘কিংসলেয়ার’ ২০১৯ সালে মুক্তির পর বেশ আলোচনায় এসেছিল ইরানে।
বাংলা ট্রিবিউন