টানা দ্বিতীয় দিনের মতো আটশ ছাড়ানো কোভিড রোগী শনাক্ত হয়েছে দেশে; করোনাভাইরাসে আক্রান্ত আরও একজনের মৃত্যুর খবর এসেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৯২৭টি নমুনা পরীক্ষা করে ৮৭৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।
তাতে ১৭ ফেব্রুয়ারির পর প্রথমবারের মত দৈনিক শনাক্তের হার ১১ দশমিক শূন্য তিন। আগের দিন সোমবার এই হার ছিল ১০ দশমিক ৮৭ শতাংশ।
এক দিনে এর চেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছিল সর্বশেষ গত ২৮ ফেব্রুয়ারি। সেদিন ৮৯৭ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছিল।
সোমবারও কোভিডে দেশে একজনের মৃত্যুর খবর এসেছিল। তার আগে সর্বশেষ মৃত্যুর খবর স্বাস্থ্য অধিদপ্তর দিয়েছিল গত ৩০ জুন। মাঝে সময়টায় কোভিডে আর কারও মৃত্যুর খবর সরকারের খাতায় আসেনি।
নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৫৮ হাজার ৭৪ জন। তাদের মধ্যে ২৯ হাজার ১৩৩ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন আরও ৮৪ জন কোভিড রোগী। তাদের নিয়ে ১৯ লাখ ৫ হাজার ৯৮৩ জন সেরে উঠলেন।
বিডিনিউজ