অনিন্দিতা কাজী-নিশিতা “আগামী”র অনুষ্ঠানে

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতনি অনিন্দিতা কাজী ও ক্লোজআপ ওয়ান তারকা কণ্ঠশিল্পী নিশিতা বড়ুয়া গাইবেন আগামীর অনুষ্ঠানে।যুক্তরাষ্ট্রের প্রবাসী বাঙালিদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘আগামী এডুকেশন ফাউন্ডেশন’। এই সংগঠনের ব্যানারে ভার্চুয়ালি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে অংশ নেবেন তারা।

শনিবার সকাল ৮টায় (নিউ ইয়র্ক সময় শুক্রবার রাত ১০টা) ভার্চুয়াল এই অনুষ্ঠানে গান শোনাবেন তারা। অনুষ্ঠানটি আগামী’র ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হবে।

২০০৩ সাল থেকে যুক্তরাষ্ট্রে নিবন্ধিত অলাভজনক সংগঠন হিসেবে কাজ করছে আগামী এডুকেশন ফাউন্ডেশন। তাদের অর্থায়নে বাংলাদেশে ২০টি সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল পরিচালিত হচ্ছে। মূলত স্কুল পরিচালনার জন্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে অর্থ সংগ্রহ করে থাকে সংগঠনটি।

আগামীর ডিরেক্টরস অব অপারেশনস মোস্তাফিজুর রহমান বলেন, ‘আগামী অলাভজনক একটি সংগঠন; এখানে সবাই স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করি। ২০০৩ সাল থেকে আমেরিকায় কাজ করছে এটি। বাংলাদেশে ২০টি সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল পরিচালনার জন্য আমরা অর্থায়ন করে থাকি। এর বাইরেও বিভিন্ন স্কুল, সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে শিক্ষার বিস্তারে কাজ করছি। স্কুল পরিচালনার অর্থ সংগ্রহের জন্য প্রতিবছরই আমেরিকায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। করোনা মহামারির কারণে গত দুই বছর ধরে ভার্চুয়ালি অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

one × five =