শোক দিবসে এফডিসিতে চলচ্চিত্র সংগঠনগুলোর শ্রদ্ধাঞ্জলি

আজ ১৫ আগস্ট, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী। এদিন (সোমবার) সকালে রাজধানীর বিএফডিসিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছে চলচ্চিত্র সংগঠনগুলো। এই তালিকায় রয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, পরিচালক সমিতি, প্রযোজক ও পরিবেশক সমিতি এবং অন্যান্য সংগঠন।

পুষ্পস্তবক অর্পণ শেষে চলচ্চিত্রসংশ্লিষ্ট ১৮ সংগঠনের মুখপাত্র নায়ক আলমগীর বলেন, ‘শেখ মুজিবুর রহমান ১৯৫৭ সালে তৎকালীন প্রাদেশিক সরকারের শিল্প ও বাণিজ্যমন্ত্রী থাকাকালে সংসদে উত্থাপিত বিলের মাধ্যমে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রতিষ্ঠা করেন।’

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর হাতে গড়া এফডিসি ও চলচ্চিত্রের উন্নয়নে পৃষ্ঠপোষকতা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে শুধু এফডিসি প্রতিষ্ঠা করার জন্য নয়, বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানানোর প্রধান কারণ তিনি আমাদের জাতির পিতা। তিনি আমাদের একটি স্বাধীন বাংলাদেশ দিয়ে গেছেন।’

শিল্পী সমিতির সভাপতি নায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধুকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তিনি যে আদর্শ আমাদের সামনে রেখে গেছেন তা এখনো আমরা ধারণ করতে পারিনি। তবে আমরা আশাবাদী, আগামীতে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে সুন্দর দেশ গঠনে সবাই এগিয়ে আসবেন।’

এ সময় আরও উপস্থিত ছিলেন চিত্রনায়ক ফেরদৌস, রিয়াজ, নায়িকা নিপুণসহ অনেকে।

দেশ রূপান্তর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

5 × 1 =