মাঝের ওভারে উইকেট পতনে ম্যাচ হার : সোহান

ক্রাইস্টচার্চ, ৭ অক্টোবর, ২০২২ (বাসস) : পাকিস্তানের কাছে ২১ রানের হার দিয়ে আজ  ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে  বাংলাদেশ। বাংলাদেশের হারের কারন হিসেবে, ইনিংসের মাঝের ওভারে উইকেট পতনকে দায়ী করলেন ভারপ্রাপ্ত অধিনায়ক নুরুল হাসান সোহান। ম্যাচ শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে এমন কথা জানান সোহান।

টস জিতে ক্রাইস্টচার্চে প্রথমে বোলিং করতে নামে বাংলাদেশ। আহমরি কিছু করতে না পারলেও, পাকিস্তানকে অন্তত বড় সংগ্রহ করতে দেয়নি টাইগার বোলাররা। মোহাম্মদ রিজওয়ানের ব্যাটিং নৈপুন্যে ৫ উইকেটে ১৬৭ রান তুলে পাকিস্তান। ৫০ বলে অনবদ্য ৭৮ রান করেন ম্যাচ সেরা রিজওয়ান।

জবাবে ১২ ওভার শেষে ২ উইকেটে ৮৪ রান তুলে ভালোভাবে লড়াইয়ে ছিলো বাংলাদেশ। কিন্তু এরপরই পথ হারায় টাইগার ব্যাটাররা। ১৩ থেকে ১৫ ওভার পর্যন্ত ১৭ রানের মধ্যে ৪ উইকেট হারায় বাংলাদেশ। এসময় চার মিডল-অর্ডার ব্যাটার লিটন দাস, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন ও সোহান ফিরেন। ফলে ১০১ রানে ষষ্ঠ উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে বাংলাদেশ।

শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৪৬ রান পর্যন্ত যেতে পারে, শেষ দিকে ইয়াসির আলির ২১ বলে ঝড়ো ৪২ রানের কল্যানে। তবে ইয়াসিরের ইনিংসে কোন সময়ই জয়ের সম্ভাবনাও উঁকি মারেনি বাংলাদেশ শিবিরে। কারন ১৩ থেকে ১৫ ওভারের মাঝেই ম্যাচ হার নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। এমনটা স্বীকার করেছেন সোহানও।

ম্যাচ শেষে সোহান বলেন, ‘আমরা হতাশ। উইকেট ভালো ছিল। আমাদের বোলাররাও ভালো বল করেছে। আমাদের কিছু-কিছু জায়গায় উন্নতি করতে হবে। সেদিকেই আমরা তাকিয়ে আছি। ব্যাটিংয়ে ইনিংসের মাঝে দ্রুত কয়েকটি উইকেট হারিয়েছি আমরা। সেখানেই আমরা ম্যাচ হেরে গেছি।’

ইয়াসিরের পর বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান লিটনের। ২৬ বলে ৩৫ রান করেন তিনি। তাই লিটন-ইয়াসিরের ব্যাটিংয়ের প্রশংসা করেন সোহান।

তিনি বলেন, ‘লিটন ও ইয়াসির ভালো ব্যাটিং করেছে। আমি আগে যেটা বললাম, আমাদের কিছু জায়গায় এখনও উন্নতি করতে হবে।’

বোলিংয়ে তাসকিন, নাসুম ও মিরাজ ভালো করলেও, নিষ্প্রভ ছিলেন মুস্তাফিজ-হাসান। তাসকিন ৪ ওভারে ২৫ রানে ২ উইকেট ও নাসুম ৪ ওভারে ২২ রানে ১ উইকেট নেন। আর ২ ওভারে ১২ রানে ১টি শিকার ছিলো মিরাজের।

তবে ৪ ওভার করে বোলিংয়ে সফল ছিলেন না মুস্তাফিজ-হাসান। ফিজ ৪৮ রান দিয়েও উইকেটশূন্য থাকেন। ৪২ রান খরচ করে হাসান নেন ১ উইকেট। ২ ওভারে ১৭ রান নেন স্পিনার মোসাদ্দেক।

তাসকিনের বোলিংয়ের প্রশংসা করে সোহান বলেন, ‘তাসকিন ভালো বল করেছে এবং দু’টি উইকেটও পেয়েছে। যখন আমাদের উইকেট দরকার ছিল তখনই সে উইকেট নিয়েছে।’

আগামী ৯ অক্টোবর টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

one × five =