‘ঊর্ণাজাল’ আবার মঞ্চস্থ হচ্ছে ২ ডিসেম্বর

আগামী ২ ডিসেম্বর সন্ধ্যা ৭টা থেকে জনপ্রিয় নাটক ‘ঊর্ণাজাল’ এর প্রদর্শনী হতে যাচ্ছে রাজধানীর শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটারে। এক বছর পর বিজয়ের মাসে ফের শুরু হচ্ছে  প্রদর্শনী। বাতিঘর নাট্যদলের ৩য় প্রযোজনা এটি। জানান, নাটকটির রচয়িতা ও নির্দেশক বাকার বকুল। ‘ঊর্ণাজাল’-এর ২৯টি প্রদর্শনী হয়েছে এ পর্যন্ত।

নাটকটিতে অভিনয় করছেন মুক্তনীল, সাদ্দাম রহমান, সঞ্জয় গোস্বামী, সুইটি সরকার, খালিদ হাসান রুমি, মনিরুজ্জামান ফিরোজ, শিশির সরকার, সঞ্জয় হালদার, স্মরণ বিশ্বাস, তারানা তাবাসসুন চেরী, ফয়সাল আহম্মেদ, রাজু আহম্মেদ, মৃধা অয়োমী, রাজা, শৈবাল, ইয়াসিরসহ বাতিঘরের নাট্যকর্মীরা।

নাটকটির রচয়িতা ও নির্দেশক বাকার বকুল, ‘‘সময়ের আলোচিত এবং সাহসী প্রযোজনা ‘ঊর্ণাজাল’ দেখার টানে বার বার নাট্যপ্রেমীদের সমাগম ঘটেছিল বিগত কয়েকটি মঞ্চায়নে, যা অনুপ্রাণিত করেছে আমাদের বারবার। এবারও নাটকটি দেখার আমন্ত্রণ রইলো সবার প্রতি।’’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

eighteen − 12 =