বাংলাদেশ-ভারত ক্রিকেট সিরিজের সফর সূচি

বিশ্বকাপ চলাকালেই এক বিবৃতিতে ভারত-বাংলাদেশ সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড, বিসিসিআই। আসছে সেপ্টেম্বর-অক্টোবর মাসে ২ টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দল দুটি। টেস্ট দুটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

প্রথম টেস্টটি চেন্নাইয়ে শুরু হবে আগামী ১৯ সেপ্টেম্বর। সিরিজে দ্বিতীয় ও শেষ টেস্টটি আগামী ২৭ সেপ্টেম্বর, কানপুরে। টি-টোয়েন্টি ম্যাচ তিনটিই অক্টোবরে। প্রথমটি আগামী ৬ অক্টোবর, ধর্মশালায়। পরের দুই ম্যাচ যথাক্রমে ৯ ও ১২ অক্টোবর, দিল্লি ও হায়দরাবাদে। টি-টোয়েন্টি ম্যাচগুলো শুরু হবে  সন্ধ্যা সাড়ে সাতটায়। আর দুটি টেস্ট শুরু হবে সকাল ১০টায়।

ক্রিকেট বিশ্ব আপাতত ব্যস্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে। গ্রুপপর্ব শেষে ইতিমধ্যেই গতকাল থেকে শুরু হয়েছে সুপার এইটের লড়াই। সেখানে গ্রুপ ‘ওয়ান’-এ একই গ্রুপে আছে ভারত ও বাংলাদেশ। সেই গ্রুপের আরও দুই দল অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। সুপার এইটে শান্ত-রোহিতরা মুখোমুখি হবে শনিবার রাত ৮টা ৩০ মিনিটে। এদিকে বিশ্বকাপের পরেই দল দুটি নিজেদের মধ্যে সিরিজ দিয়েই ফিরবে আন্তর্জাতিক ক্রিকেটে।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

nine − eight =