সহিংস প্রাণহানিকর আন্দোলনের মধ্যেই এবার সারাদেশে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। বৃহস্পতিবার কমপ্লিট শাটডাউন বা সর্বাত্মক অবরোধ করা হবে বলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে ঘোষণা দেওয়া হয়েছে। খবর একাত্তর অনলাইন
কর্মসূচি অনুযায়ী, হাসপাতাল ও জরুরি সেবা প্রতিষ্ঠান খোলা থাকবে। তবে এর বাইরে সবকিছু বন্ধ করে দেওয়ার ঘোষণা করা হয়েছে। রাস্তায় অ্যাম্বুলেন্স ছাড়া কোনো যানবাহন চলবে না বলেও ঘোষণা দেওয়া হয়েছে।
পোস্টে বলা হয়েছে, ‘কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর পুলিশ, বিজিবি, র্যাব, সোয়াটের ন্যক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে ১৮ জুলাই সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করছি।’
কোটা আন্দোলন ঘিরে গত তিনদিন ধরেই দেশের বিভিন্ন জায়গায় সহিংসতা হচ্ছে। ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে নিহত হয়েছেন ছয়জন। বুধবারও রাজধানী ঢাকাসহ বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়েছে। কোটা আন্দোলনকারীদের সঙ্গে মাঠে নেমেছে বিএনপি।
এদিন দুপুরে পল্টনে বিএনপি ও সমমনা দলগুলোর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়েও আন্দোলনকারী-পুলিশ সংঘর্ষে সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
আন্দোলনকারীরা সড়ক ও রেলপথ অবরোধ করায় চলাচল ও পণ্য পরিবহনে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এরই মধ্যে সর্বাত্মক অবরোধের ঘোষণায় উদ্বেগ দেখা দিয়েছে।