কোপা আমেরিকা শুরু হচ্ছে আগামীকাল সকাল ৬টায়

বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৬টায় শুরু হবে জমজমাট কোপা আমেরিকার আসর। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা প্রতিপক্ষ কানাডা। প্রতিবার কোপা আয়োজন হয় ১০টি দেশ নিয়ে। এবার যুক্তরাষ্ট্রকে স্বাগতিক করায় আরও ৬ দল যুক্ত করে আসরের পরিধি দাঁড়িয়েছে ১৬ দলে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট ও ইউরো চ্যাম্পিয়নশিপের ডামাঢোলের মধ্যেই শুরু হচ্ছে লাতিনের বিশ্বকাপ হিসেবে বিবেচিত কোপা আমেরিকা। জনপ্রিয়তার দিক থেকেই এটি সেরা আসর।

এই ১৬টি দল চারটি গ্রুপে ভাগ হয়ে লিগ পদ্ধতিতে খেলবে। সেরা দুই দল যাবে শেষ আটে। এ-গ্রুপে রয়েছে আর্জেন্টিনা, পেরু, চিলি ও কানাডা। বি-গ্রুপে আছে মেক্সিকো, ইকুয়েডর, ভেনেজুয়েলা ও জ্যামাইকা। সি-গ্রুপে রয়েছে যুক্তরাষ্ট্র, উরুগুয়ে, পানামা ও বলিভিয়া। আর ডি-গ্রুপে রয়েছে ব্রাজিল, কলম্বিয়া, প্যারাগুয়ে ও কোস্টারিকা।

আগামীকাল ২১ জুন থেকে শুরু হবে ২০২৪ সালের কোপা আমেরিকার ৪৮তম আসর। শেষ হবে ১৫ জুলাই। কোপা আমেরিকার আসর চলবে ২৬ দিন। এবারের প্রতিযোগিতার আয়োজক দেশ যুক্তরাষ্ট্র।

অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের সময়সূচি 

২১ জুন সকাল ৬টা আর্জেন্টিনা-কানাডা

২২ জুন সকাল ৬টা পেরু-চিলি

২৩ জুন ভোর ৪টা ইকুয়েডর-ভেনেজুয়েলা

২৩ জুন সকাল ৭টা মেক্সিকো-জ্যামাইকা

২৪ জুন ভোর ৪টা যুক্তরাষ্ট্র-বলিভিয়া

২৪ জুন সকাল ৭টা উরুগুয়ে-পানামা

২৫ জুন  ভোর ৪টা কলম্বিয়া-প্যারাগুয়ে

২৫ জুন সকাল ৭টা ব্রাজিল-কোস্টারিকা

২৬ জুন ভোর ৪টা পেরু-কানাডা

২৬ জুন সকাল ৭টা আর্জেন্টিনা-চিলি

২৭ জুন ভোর ৪টা ইকুয়েডর-জ্যামাইকা

২৭ জুন সকাল ৭টা  ভেনেজুয়েলা-মেক্সিকো

২৮ জুন ভোর ৪টা পানামা-যুক্তরাষ্ট্র আটলান্টা

২৮ জুন সকাল ৭টা উরুগুয়ে-বলিভিয়া

২৯ জুন ভোর ৪টা কলম্বিয়া-কোস্টারিকা

২৯ জুন সকাল ৭টা ব্রাজিল-প্যারাগুয়ে

৩০ জুন সকাল ৬টা আর্জেন্টিনা-পেরু

৩০ জুন সকাল ৬টা কানাডা-চিলি

১ জুলাই সকাল ৬টা মেক্সিকো-ইকুয়েডর

১ জুলাই সকাল ৬টা জ্যামাইকা-ভেনেজুয়েলা

২ জুলাই সকাল ৭টা বলিভিয়া-পানামা

২ জুলাই সকাল ৭টা যুক্তরাষ্ট্র-উরুগুয়ে

৩ জুলাই সকাল ৭টা ব্রাজিল-কলম্বিয়া

৩ জুলাই সকাল ৭টা কোস্টারিকা-প্যারাগুয়ে

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

two − 2 =