ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যালের ‘রাশিয়া অন স্ক্রিন’ শীর্ষক চলচ্চিত্র প্রদর্শনী

 

ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল (ডিআইএমএফএফ) এবং রাশিয়ান কালচারাল সেন্টারের যৌথ আয়োজনে রাজধানীর ধানমন্ডির রাশিয়ান কালচারাল সেন্টারে অনুষ্ঠিত হলো বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী ‘রাশিয়া অন স্ক্রিন’।

‘রাশিয়া–বাংলাদেশ: দুই জাতি, এক পর্দা’ এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে আয়োজিত এই প্রদর্শনীতে মোবাইল চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে দুই দেশের সৃজনশীল সম্প্রীতি উদযাপন করা হয়।অনুষ্ঠানে রাশিয়া এবং বাংলাদেশের তরুণ নির্মাতাদের নির্মিত ও পূর্বে ডিআইএমএফএফে প্রদর্শিত এবং পুরস্কৃত কিছু নির্বাচিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়।

রাশিয়ান দূতাবাসের ভারপ্রাপ্ত পরিচালক জর্জ লাতসুজবায়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “এই সহযোগিতার জন্য একটি প্ল্যাটফর্ম দিতে পেরে আমরা সম্মানিত। এটি একটি চমৎকার সূচনা এবং আমি আপনাদের ভবিষ্যতেও অব্যাহত রাখার আশা ব্যক্ত করছি ।” তাঁর বক্তব্যের পর নির্বাচিত চলচ্চিত্রগুলোর প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শিত চলচ্চিত্রগুলোর মধ্যে ছিল ‘একুয়েন্টেন্স’ (ভিটালি এরমাকভ),‘ম্যান অন দ্য চেয়ার’ (গ্লেব লেশচেঙ্কো),‘ফোটো’(রোমানসিনিৎসিন), ‘স্পিডকিউবিং এইন্ট মাই থিং’(রুহানি মাহমুদ মনন),‘টেন মিনিটস ইন আ উইক’ (আবির আয়ন) এবং ‘ইন্টারভাল’(মোহাম্মদ ফরহাদ হোসেন ফাহাদ)।চলচ্চিত্র প্রদর্শনীতে শিক্ষার্থী, তরুণ নির্মাতা, সাংস্কৃতিক সংগঠনের সদস্য এবং চলচ্চিত্রপ্রেমীদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভালের (ডিআইএমএফএফ) উপদেষ্টা সায়েদা সাদিয়া মেহজাবিন বলেন, “এই আয়োজনের মাধ্যমে আমরা রাশিয়ান চলচ্চিত্রের সমৃদ্ধি ও সাংস্কৃতিক বিনিময়কে উদযাপন করা হয়েছে।”অনুষ্ঠানের শেষ পর্যায়ে ফেস্টিভ্যাল ডিরেক্টর জাহরা নুসরাত ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করেন।

ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল (ডিআইএমএফএফ), ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর একটি আউটরিচ প্রোগ্রাম, যা ২০১৫ সালে “নতুন প্রজন্ম, নতুন মাধ্যম, নতুন যোগাযোগ” স্লোগানে যাত্রা শুরু করে। মোবাইল ফোনে চলচ্চিত্র নির্মাণকে উৎসাহিত করাই এর মূল উদ্দেশ্য।উল্লেখ্য, ১২তম ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যালের সম্প্রসারিত চলচ্চিত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৪ অক্টোবর ২০২৫।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

eleven + one =