টুঙ্গিপাড়ায় নারীদের মধ্যে প্রধানমন্ত্রীর স্মার্ট উপহারের ল্যাপটপ বিতরণ 

জেলার টুঙ্গিপাড়া উপজেলায় গতকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ৮০ জন নারীর মধ্যে স্মার্ট উপহারের ‘ল্যাপটপ’ বিতরণ করা হয়েছে।বুধবার দুপুরে উপজেলা পরিষদের হলরুম বজ্রকন্ঠে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টুঙ্গিপাড়া  উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. বাবুল শেখ।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের টুঙ্গিপাড়া উপজেলা কার্যালয়ের সহকারি প্রোগ্রামার হীরক শেখ প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়নের লক্ষ্যে ‘হার পাওয়ার’ প্রকল্পের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত ৮০ জন নারীর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে স্মার্ট উপহারের ল্যাপটপ বিতরণ করা হয়েছে।

বাসস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

thirteen − 11 =