নেদারল্যান্ডসের বিপক্ষে এমবাপ্পের খেলা অনিশ্চিত

নেদারল্যান্ডসের বিপক্ষে ফ্রান্সের পরবর্তী গ্রুপ ম্যাচে অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন এক বিবৃবিতে এই তথ্য জানিয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে আগামীকাল এ সম্পর্কে নতুন আপডেট জানানো হবে।

অস্ট্রিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে হেড করতে গিয়ে প্রতিপক্ষ খেলোয়াড় কেভিন ডানসোর ঘাড়ে আঘাত লেগে এমবাপ্পের নাকের হাড় ভেঙ্গে যাওয়ায় তার খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।প্রথম ম্যাচে ম্যাক্সিমিলিয়ান ওবারের আত্মঘাতি গোলে ফ্রান্সের কষ্টার্জিত জয় নিশ্চিত হয়।

ফরাসি ফেডারেশন জানিয়েছে পাডারবর্নে ফ্রান্সের বেস ক্যাম্পে যোগ দেবার আগে ডাসেলডর্ফে একটি হাসপাতালে এমবাপ্পের বেশ কিছু পরীক্ষা করা হবে। তবে এই মুহূর্তে তার নাকে কোন ধরনের অস্ত্রোপচারের প্রয়োজন নেই। তবে মাঠে নামতে হলে তাকে মাস্ক পরে খেলতে হবে।

বাসস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

three × 4 =