নতুন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মো. আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। বৃহস্পতিবার (৮ আগস্ট) এক প্রজ্ঞাপনে তার নিয়োগের বিষয়টি জানানো হয়েছে।

আদেশে বলা হয়, বাংলাদেশের সংবিধানের ৬৪ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মি. আসাদুজ্জামানকে অ্যাটর্নি-জেনারেল পদে নিয়োগ দেন। অবিলম্বে এই আদেশ কার্যকর হবে বলেও এতে উল্লেখ করা হয়েছে।

আইনজীবী মো. আসাদুজ্জামান বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদকের দায়িত্বে আছেন। অতীতে বিভিন্ন সময় বিএনপির পক্ষ থেকে আন্তর্জাতিক মহলে যেসব মানবাধিকার লঙ্ঘনের বিষয় তুলে ধরা হতো, সেখানে তাকে ভূমিকা রাখতে দেখা গেছে।

বার্তা২৪

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

two × 1 =