শুটিংয়ে স্টান্ট করতে গিয়ে আহত প্রিয়াঙ্কা চোপড়া

প্রিয়াঙ্কা তার পরবর্তী ছবি ‘দ্য ব্লাফ’-এর শুটিং-এ ব্যস্ত। নারী দস্যুদের গল্প নিয়ে তৈরি এই ছবি। এখানে দস্যুর চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। বোঝা যাচ্ছে ভরপুর অ্যাকশনে ভর্তি একটা ছবি। এমনই এক দৃশ্য অভিনয় করার সময় রক্তাক্ত হন অভিনেত্রী। তবে আচমকাই চোট পেলেন প্রিয়াঙ্কা। গলায় লম্বা দাগ। অনেকটাই কেটে গিয়েছে অভিনেত্রীর। নিজের গলায় কাটা দাগের ছবি দিয়ে প্রিয়াঙ্কা লেখেন, “পেশাগত প্রতিবন্ধকতা।” আসলে একটি স্টান্ট করতে গিয়েই আঘাত লাগে তার। তবে আপাতত সুস্থ আছেন অভিনেত্রী। এই মুহূর্তে শুটিং চলছে ‘দ্য ব্লাফ’-এর। ছবিটি মুক্তি পাবে অ্যামাজ়ন প্রাইম ভিডিয়োতে।

বলিউডে তাকে কোণঠাসা করা হয়েছিল, এ কথা আগেই জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। হিন্দি সিনেমায় তার অভিষেকের পর টানা দু’বছর ব্যর্থতা দেখেছেন। তার পর যদিও একটানা অভিনয় করেছেন। প্রায় বছর দশেক হল বলিউড ছেড়ে হলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন অভিনেত্রী। এ ছাড়াও আমেরিকায় স্বামী নিক জোনাস ও মেয়ে মালতী মেরি চোপড়া জোনসাকে নিয়ে সাজিয়েছেন সুখী গৃহকোণ। সাজানো সেই সংসারের নানা ছবিও সমাজমাধ্যমে পোস্ট করেন অভিনেত্রী।

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

19 + sixteen =