নাশকতায় সন্ত্রাসীরা, শক্ত হাতে দমন করুন: প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন জায়গায় সন্ত্রাসীরা নাশকতা চালাচ্ছে উল্লেখ করে তাদেরকে শক্ত হাতে দমন করার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি বলেছেন, এখন যারা নাশকতা করছে, তারা কেউই ছাত্র নয়, তারা সন্ত্রাসী। এই সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই। খবর একাত্তর টিভি অনলাইন

দেশব্যাপী চলমান ‘আন্দোলন পরিস্থিতি’র মধ্যে রোববার নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটি বৈঠকে বসেন প্রধানমন্ত্রী, যেখানে তিন বাহিনীর প্রধান অংশ নেন। বৈঠক থেকে বেরিয়ে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ার-ই-আলম সরকার সাংবাদিকদের এ তথ্য জানান। বেলা ১১টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটির বৈঠক শুরু হয়, শেষ হয় বেলা দুইটার দিকে।

জাতীয় প্রতিরক্ষা নীতি ২০১৮ অনুমোদিত হওয়ার পর, ২০১৯ সালের মার্চে গঠিত এ কমিটি দেশের জাতীয় নিরাপত্তা সম্পর্কিত সমস্যা পর্যালোচনা করে থাকে। ২০২৩ সালের পর এটি হচ্ছে নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটির প্রথম বৈঠক। জাতীয় কমিটি দেশের নিরাপত্তা সংক্রান্ত সর্বোচ্চ নীতি নির্ধারণী কর্তৃপক্ষ। কমিটিতে ২৭ জন সদস্য রয়েছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

twelve + nine =