আজ বাংলাদেশের স্বপ্নডানা মেলার দিন

সালেক সুফী

আজ বিশ্বকাপে বাংলাদেশ লড়াই করবে শক্তিশালী ভারত দলের বিরুদ্ধে। সবাই অনুমান করতে পারে কি হতে পারে দুই অসম শক্তির মোকাবেলায়। আমি ক্রিকেট খেলাটা যুক্তি দিয়ে বিশ্লেষণ করলেও বাংলাদেশ নিয়ে স্বপ্ন দেখি।। জানি আজ এবারের বিশ্বকাপের হট ফেভারিট আইসিসি মোড়ল ভারত দলের বিরুদ্ধে জয়ের আশা দুরাশা। কিন্তু নিজের মায়ের দেশকে নিয়ে স্বপ্ন দেখতে কুণ্ঠা করি না। এমন তো হতে পারে আজ ব্যাট হাতে জ্বলে উঠলো লিটন, সাকিব খেললো মারকুটে ৫০ রানের ইনিংস, শেষ ওভারে দারুন ছক্কা মেরে জয় ছিনিয়ে আনলো নীরব ঘাতক রিয়াদ। একইসঙ্গে জাতি তাসকিন-তানজিম-মুস্তাফিজ কোণঠাসা করে রাখবে টিম ইন্ডিয়াকে। হতেও তো পারে বাংলাদেশের স্বপ্ন ছোঁয়ার দিন। কিন্তু বাস্তব আর স্বপ্ন এক নয়। টি২০ তো ক্যাসিনোতে জুয়া খেলার মতো। সব জুয়ায় সব দিন সবাই জিতে না। এমন দিনতো আসতেই পারে যে দিন ভারত ক্রমাগত ভুল করবে। ভাবতে দোষের কিছু দেখি না।

এবারে আসুন বাস্তবের কঠিন জমিনে। বিধ্বংসী ব্যাটিং, দুরন্ত ভারসাম্যপূর্ণ বোলিং নিয়ে ভারত সব ফরম্যাটেই এখন দুর্দান্ত দল। এহেন দলটি কিন্তু বেশ কিছুদিন ধরে জিতেনি কোন শিরোপা। ক্ষুধার্থ হয়ে আছে শিরোপা জয়ের জন্য। স্বাভাবিক ক্রিকেট খেলেই সহজ জয় পাওয়ার কথা বাংলাদেশের বিরুদ্ধে। জাসপ্রিত বুমরা, আর্শদীপ সিং, মোহাম্মদ সিরাজের পেস আক্রমণ, কুলদীপ অথবা জাদেজার সাঁড়াশি আক্রমণের বিরুদ্ধে বাংলাদেশের ভঙ্গুর ব্যাটিং নিয়ে উচ্চাশা করতে ভরসা পাই না। তবুও বাংলাদেশ কেন জানি ভারতকে সামনে পেলেই তেতে ওঠে। আশা করবো খেলার আগেই যেন হেরে না যায় আমাদের বাংলাদেশ। স্বপ্নগুলো ডানা মেললে আনন্দ জোয়ারে ভাসবে বাংলাদেশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

four × 1 =