অনন্ত-বর্ষার নতুন সিনেমা ‘কিল হিম’

প্রথমবারের মতো নিজেদের প্রযোজনার বাইরে সিনেমা করছেন ঢালিউডের আলোচিত তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা। শনিবার (৩ সেপ্টেম্বর) এফডিসিতে ছবিটির মহরত অনুষ্ঠিত হয়েছে। সেখানেই জানানো হয়, পারিশ্রমিক হিসেবে এ ছবির নায়ক অনন্ত জলিল পাবেন ৪০ লাখ টাকা আর নায়িকা বর্ষা পাবেন ১০ লাখ।

মহরতে আনুষ্ঠানিকভাবে অনন্ত জলিলের হাতে পারিশ্রমিকের অগ্রিম ৫০% এর চেক তুলে দেন প্রযোজক ও পরিচালক ইকবাল। তিনি জানান, ঢাকাই সিনেমার ইতিহাসে ৪০ লাখ টাকা পারিশ্রমিক পাওয়ার রেকর্ড এটি। “সুনান মুভিজ” এর ব্যানারে “কিল হিম” নামের অ্যাকশনধর্মী সিনেমাটি নির্মাণ করবেন প্রযোজক ও পরিচালক এম. ডি ইকবাল।

‘‘কিল হিম” সিনেমায় অনন্ত-বর্ষা ছাড়াও অভিনয় করবেন দেশের জনপ্রিয় দুই তারকা রুবেল ও মিশা সওদাগর। এতে ভিলেন হিসেবে দেখা যাবে বলিউডের রাহুল দেবকে। বাংলাদেশ, ভারত ও ইন্দোনেশিয়ার মনোরম লোকেশনে ছবিটির দৃশ্যধারণ শুরু হবে অক্টোবরে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

17 − 15 =