বাংলাদেশের নাট্যাঙ্গনের অন্যতম শীর্ষ অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর জন্মদিন আজ মঙ্গলবার। পাশাপাশি আজ তার একমাত্র ছেলে আয়াশেরও জন্মদিন। সন্তানের সঙ্গে নিজেরও জন্মদনি উদযাপন করতে এরইমধ্যে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন অপূর্ব। এবারের জন্মদিন কেমন কাটবে, কীভাবে কাটবেসহ নানান প্রসঙ্গে অপূর্ব বলেন, সত্যিই আগে যখন পুরো পরিবার একসঙ্গে ছিলাম, তখন আসলে জন্মদিনের আনন্দটাই অন্যরকম ছিল। এখন আসলে ঐ মজাটা বা আনন্দটা হয় না। এরমধ্যে আমি আমার বাবাকে হারিয়েছি, ছোট ভাইকেও হারিয়েছি।
জন্মদিন এলেই যে তাদের কথা মনে হয় এমনটি নয় আসলে। তাদের কথা সবসময়ই মনে পড়ে। তবে এটা সত্যি- জন্মদিন এলে আব্বুকে, ছোট ভাইকে খুউব মিস করি। তারা থাকলে হয়ত জন্মদিন অনেক আনন্দের হয়ে উঠত। তবুও এর মধ্য দিয়ে জীবন কেটে যায়। সব মেনে নিয়ে এগিয়ে যেতে হয়। আমিও সেভাবেই যাচ্ছি। ভালো ভালো গল্পের নাটকে কাজ করার চেষ্টা করছি। এবারের ঈদে যে বিশেষ নাটকে অপূর্বকে দেখা যাবে সেগুলো হচ্ছে বি ইউ শুভর ‘মিস্টার অলস’, এস আর মজুমদারের ‘হৃদয় আকাশে’, ইরাউল রাফাতের ‘কাছের মানুষ’, হামেদ হাসান নোমানের ‘মিথ্যা বলা বারণ’, মাশরিকুল আলমের ‘সারপ্রাইজ’, রুবেল হাসানের ‘লাভ ট্রিপ’, রাকেশ বসুরর ‘শেষ বসন্ত’, ‘লাস্ট নাইট’, সৈয়দ শাকিলের ‘সুইট মোমেন্ট’, ‘দোলনা ঘর’, নাজমুল রনির ‘রাতের শেষে’সহ বেশকিছু নাটক।