অপূর্বর বিয়ে সম্পন্ন

আজ রাতে যুক্তরাষ্ট্র প্রবাসী শাম্মা দেওয়ানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ছোট পর্দায় দর্শকপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একটি কনভেনশন সেন্টারে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এরই মধ‌্যে প্রকাশ‌্যে এসেছে বর-কনে অপূর্ব-শাম্মার ছবি। সোশ‌্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এসব ছবি।

একটি ছবিতে দেখা যায়—পাশাপাশি সোফায় বসে আছেন অপূর্ব-শাম্মা। অপূর্বর পরনে পাজামা-পাঞ্জাবি। অন‌্যদিকে লাল রঙের লেহেঙ্গার সঙ্গে ওড়না পরেছেন শাম্মা। আরেকটি ছবিতে হাস‌্যোজ্জ্বল ভঙ্গিতে দেখা যায় শাম্মাকে। আর অপূর্ব শরবতের গ্লাস হাতে বসে আছেন। আরেকটি ছবিতে একই উড়নার নিচে বসে আছেন তারা।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সন্ধ‌্যায় অপূর্বর বিয়ের অনুষ্ঠানে উপস্থিত একজন মিডিয়াকে বলেন—‘এখনো বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়নি। আজ রাতে সবকিছু হবে।’

গত ২৯ আগস্ট অপূর্বর উত্তরার বাসায় বাগদান সম্পন্ন হয়েছে। এ সময় দুই পরিবারের সদস‌্যরা উপস্থিত ছিলেন। বুধবার (১ সেপ্টেম্বর) জিয়াউল ফারুক অপূর্ব বলেন—‘বিয়ের মতো একটি পবিত্র কাজ করতে যাচ্ছি, এটা নিয়ে লুকোচুরির কিছু নেই। আমি চেয়েছিলাম বিয়ের পরেরদিন খবরটি সবাইকে জানাতে। কিন্তু তা চেপে রাখতে পারিনি। যেহেতু সবাই জেনে গেছেন, তাই ভাবলাম সব জানিয়েই দিই।’

সবার কাছে দোয়া চেয়ে অপূর্ব বলেন—‘আমার বর্তমান অবস্থানের পেছনে সবচেয়ে বড় অবদান ভক্ত-অনুরাগীদের। তারা সবসময় আমাকে সাপোর্ট ও ভালোবাসা দিয়েছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আমি চাই, বরাবরের মতো আমার এই নতুন জীবনে তারা পাশে থাকবেন। সবাই আমাদের জন‌্য দোয়া করবেন।’

অপূর্বর হবু স্ত্রী শাম্মার জন্ম ও বেড়ে ওঠা মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানে একটি স্বনামধন‌্য গাড়ির কোম্পানিতে কর্মরত আছেন তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

four − 2 =