সাইদ হাসান টিপু বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড শিল্পী। অবসকিওর (বাংলা ব্যান্ড) এর প্রধান ভোকাল তিনি। টিপু ১৯৬৭ সালের ১৬ই জানুয়ারি খুলনায় জন্মগ্রহণ করেন।তিনি সেন্ট জোসেফ্স উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র।
১৯৮৫ সালের ১৫ই মার্চ খুলনায় অবসকিওর (বাংলা ব্যান্ড) প্রতিষ্ঠা করেন টিপু। এই ব্যান্ডের অনেক গানের মাঝে অন্যতম জনপ্রিয় গান মাঝ রাতে চাঁদ যদি আলো না বিলায়, সেই তুমি কোথায়, স্বাধীনতার বীজমন্ত্র, আজাদ, দেশ ছাড় রাজাকার, তিস্তা, ফিলিস্তিনি, কলিকালের ভন্ড বাবা এবং ছাইড়া গেলাম মাটির পৃথিবী, শ্রোতাপ্রিয়তা এই গানগুলো তার কণ্ঠে গাওয়া।