অভিনেতা আবীর চট্টোপাধ্যায়ের জন্মদিন আজ

আবীর চট্টোপাধ্যায় ১৮ নভেম্বর ১৯৮০ জন্মগ্রহণ করেন। তিনি হলেন একজন ভারতীয় অভিনেতা। তিনি মূলত বাংলা চলচ্চিত্রে অভিনয় করে থাকেন। তিনি বিশিষ্ট নাট্য শিল্পী ফাল্গুনী ও রুমকি চট্টোপাধ্যায়ের ছেলে। তিনি বাংলা টেলিভিশনের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন এবং ২০০৯ সালে ক্রস কানেকশন ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয়ের মাধ্যমে বাংলা চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। তিনি বিখ্যাত গোয়েন্দা ব্যোমকেশ বক্সী হিসাবে পৃথক চলচ্চিত্র সিরিজে উপস্থিত হওয়ার জন্য সুপরিচিত।

তিনি নাট্যশিল্পী ফাল্গুনী চট্টোপাধ্যায় ও রুমকি চট্টোপাধ্যায়ের ছেলে।তিনি গোয়েঙ্কা কলেজ অব কমার্স অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে বি.কম ডিগ্রি এবং কলকাতার আইসিএফএআই বিজনেস স্কুল থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন।আবির চ্যাটার্জি ২০০৭ সালে তার কলেজ বন্ধু নন্দিনী চট্টোপাধ্যায়কে বিয়ে করেন। এই দম্পতির ময়ূরাক্ষী চট্টোপাধ্যায় নামে একটি মেয়ে রয়েছে।

আবীর বহু বাংলা টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছেন। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য প্রলয়…আসছে, রুপসী বাংলা, শাশুড়ি জিন্দাবাদ, খুঁজে বেড়াই কাছের মানুষ, বহ্নিশিখা, শুধু তোমারই জন্য, এক আকাশের নিচে ও জন্মভূমি।

বাংলা সাহিত্যের দুই বিখ্যাত গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ বক্সী ও ফেলুদার ভূমিকাতেও অভিনয় করেছেন আবির। দি ইন্ডিয়ান এক্সপ্রেস লেখে রয়্যাল বেঙ্গল টাইগার ছবিতে তার অভিনীত চরিত্রটিতে “পরিচ্ছন্ন ভঙ্গিমা ও আত্মবিশ্বাস” (“elegant élan and confidence”) নিয়ে আসেন।

২০১৪ সালে পরিচালক রঞ্জন ঘোষ পরিচালিত হৃদ মাঝারে ছবিতে তিনি একক প্রধান ভূমিকায় প্রথম অভিনয় করেন। এই ছবিটি সমালোচকদের দ্বারা প্রশংসিত হয়েছিল। এই ছবিতে অভিনয় করার পর ২০১৪ সালের “ক্যালকাটা টাইমস মোস্ট ডিজায়েরেবল মেন” তালিকার শীর্ষে উঠে আসেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

11 − 11 =