অভিনেতা আল মনসুরের জন্মদিন আজ

অভিনেতা আল মনসুরের জন্ম জামালপুরে। তিনি একাধারে অভিনেতা, নাট্যকার ও নির্দেশক। বিভিন্ন নাটকে অভিনয় করেছেন, এর পাশাপাশি দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলের একটি প্রতিযোগিতামূলক কৌতুক অনুষ্ঠানের বিচারকের দায়িত্ব পালন করেছেন তিনি। তার নির্দেশিত বিভিন্ন নাটক বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হয়েছে।

আবদুল্লাহ আল মানুনের নির্দেশনায় ‘আয়নান্ত’ নাটক দিয়ে পরিচিতি পান তিনি। প্রযোজনা করেছেন সংশপ্তকের মতো বিখ্যাত নাটক। তার হাত ধরেই উঠে এসেছেন আফজাল-সুবর্ণা, কুমার বিশ্বজিতের মতো শিল্পী। অনেক সিনেমার সংলাপও লিখেছেন আল মনসুর। ১৯৮০ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত তিনি বিটিভির প্রযোজক ছিলেন৷ বিটিভির ঈদ ‘আনন্দমেলা’র উপস্থাপনায়ও দেখা গিয়েছে তাকে।

আজ ১৮ এপ্রিল বর্ষীয়াণ এই অভিনেতার জন্মদিন। রঙ বেরঙ-এর পরিবারের পক্ষ থেকে আল মনসুরের প্রতি রইল জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন আল মনসুর।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

seventeen − 14 =